আমি এগিয়ে চলেছি আরো সামনে-
সমাজ সংসারকে চরম অবহেলা করে
তথাকথিক সংস্কারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে।
কচুপাতার একফোঁটা জলবিন্দুর মতো।
ধরে রাখার ইচ্ছা বা ছেড়ে দেবার ক্ষমতা,
কোনটাই আমার নেই।
শুধুমাত্র মৃদু এক হলকা বাতাসের অপেক্ষা,
তারপর সবকিছুই মাতৃজঠরের পরিবেশ।
হয়ত আমি ক্রান্তিকারী নই-
তবে হতে চেয়েছি
একবার, দু'বার-বহুবার,
আশার আলোতে
আবার হতাশাতেও।
দিবাস্বপ্নে নিজেকে অনেকবার
তিতুমীর-সূর্যসেন অথবা আরেক বিপ্লবী চে’ ভেবেছি
সে বহুদিন আগের কথা।
আজো প্রতিনিয়ত খুঁড়ে চলেছি
সত্য উদঘাটনের আশায়,
যে সত্যের দেখা আজো আমি পাইনি।
ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি
কিন্তু আমার ধমনীর রক্তপ্রবাহ এখনো কেন ক্লান্ত হয় না?