আজকে নাহয় থাক

আজকে নাহয় থাক
ঘুমিয়ে উঠে কি আর হবে?
এক চাদরে জড়িয়ে থাকি
সকাল থেকে রাত
আজকে নাহয় থাক।

সকাল গড়িয়ে দুপুর হবে
দুপুর গড়িয়ে রাত,
পেটের ক্ষুধা জানান দেবে
চাইবে দুটো ভাত
আজকে নাহয় থাক।

ঘুম ভাঙলেই তাকিয়ে দেখি
পুন্নিমারি চাঁদ,
গভীর ঘুমে তলিয়ে আছে
গায়ে রেখে হাত
আজকে নাহয় থাক।

রান্না হবে কিছু আশা
পাঁচফোড়ন? তাও ভালবাসা,
সবই হবে এক চাদরে
জেগে, তবে ভিন্ন ঘোরে

দরজায় আবার দিয়ে টোকা
মা যদি বলে ওরে খোকা
অফিস যাবি না আজ?
বলব আমি, এসেছে জ্বর
বুকটাও করছে কেবল ধরফড়
বসের কাছে ছুটি চেয়েছি
হাতেও নেই কোন কাজ

তবুও মোরা উঠবো না আজ
গুনে যাব হৃদয়ের ভাঁজ,
মাথা যদি তোলো তবে
আমার মরা মাথা খাবে।

ভালবাসায় আজ আগ্রাসীভাব
কাজ আছে, তাও কাজের অভাব,
জড়িয়ে যখন ধরব তোমায়,
বিশ্ব তখন উচ্ছনে যাক
আজকে নাহয় থাক।