রুনু ঝুনু কিঙ্কিনী বলয়া মুক্তা মনি,

তেজিয়া এবার ধরো শানিত  খড়গ খানি

আলুলিয়ে কেশ পাশ, বিকট  অট্ট হাস,

ডাকিনী  যোগিনী  হউক তব সহচরী।

মাধবের আশ ত্যাজি,  দ্রৌপদী উঠো আজি

সুকোমল কর পুটে ধরো তরবারি।।




শতেক শকুনী গন, দ্যুত করি আয়োজন

ছলিয়া ছিনিয়ে নিবে,তোমার রাঙা বসন,

আপনি আপন চির অঙ্কে করিয়া দৃঢ়,

অশ্রু মুছিয়া তুমি হও হুংকারী l

মাধবের আশ ত্যাজি,  দ্রৌপদী উঠো আজি

সুকোমল কর পুটে ধরো তরবারি।।





কে বা হেথা প্রচারিবে তোমার লাঞ্ছন  ?

দুঃশাসন রাজ্যে  তব বিফল রোদন,

হীনানন সভ্য গন, সভা ভরা গুঞ্জন,

বাক শ্রুতি অনুভূতি  গিয়াছে বিসরি।

মাধবের আশ ত্যাজি,  দ্রৌপদী উঠো আজি

সুকোমল করপুটে ধরো তরবারি।।




অন্ধ বিচার হেথা  অন্ধ  রাজন

মুক ও বধির যত সভাসদ গন,

কেই বা রাখিবে লাজ, লজ্জাহীন এ সমাজ

জন্ম  জঠরে যার সেও এক নারী।

মাধবের আশ ত্যাজি,  দ্রৌপদী উঠো আজি

সুকোমল করপুটে ধরো তরবারি।।



শ্রদ্ধেয় হিন্দি কবি পুষ্যামিত্র উপাধ্যায় এর  "উঠ দ্রৌপদী সস্ত্র উঠালো " নামক একটি অপূর্ব কবিতার অনুপ্রেরণায় এই ক্ষুদ্র প্রয়াস।