আজ সুবিচার না পেলে, কেউ মানবেনা তুই আছিস মা।
এই মাটিতে দেখ চেয়ে - রোজ, হচ্ছে কত বিষ জমা।।
তুই আমাদের ঘরের মেয়ে ,ও'কী মা তোর কন্যা নয়?
কেমন করে ও'র সাথে তুই বল দেখি মা,এমন হয়?
হাত ভেঙেছে, বুক ভেঙেছে,চোখ দুটোকে'ও দেয়নি ছাড় ।
নোংরা ক'টা ঘৃণ্য শরীর পিশলো যাকে,বোন আমার।।
দুগ্গা নামের দোহাই নিয়েই বেরিয়েছিল ভাত খেয়ে
ভাত বেড়ে মা রইলো বসে ফিরলো কোথায় সেই মেয়ে?
জুঝে ছিল ওই টুকু মে ঘণ্টা ছয়েক, চার প্রহর,
কেউ জানেনি , কেও দেখেনি ঘুমিয়েছিল এই শহর।
হয়তো তখন বেহুস হয়ে ডেকেছিল মা বলে
মা ছিলো নয় অনেক দূরে, তুই তো ছিলি চোখ খুলে,
তবে কি মা জিতলো ওরাই ?অসুর যাদের অন্য নাম?
মানুষ না রে পিশাচ ওরা, মন্দ কাজে নেই বিরাম।
লুকিয়ে থাকে মানুষ সেজে একটু যদি সুযোগ পায়,
ছলায় কলায় ভুলিয়ে এনে হাড় মাংস চিবিয়ে খায়।
বুক টা আমার যাচ্ছে ফেটে দেখ চেয়ে তুই এই পানে
পিশাচ গুলো হাসছে মাগো বুক ফুলিয়ে দিন মানে
বোন টা আমার ফুরিয়ে গেলো মাথা খুঁড়ে বলছি শোন
হয় আমাকে খা তুই , নয় ওদের নামে লেখ শমণ ।
কদিন বাদেই ড্যাং ডেঙ্গিয়ে আসবি তো তুই বাপের ঘর
দেখতে পাবি মা কে আমার ?শূন্য কোলে ,চোখের পর?
এবার তোকে দিব্যি দিলাম ছেলের ,মেয়ের সক্বলের
পিশাচ গুলোর বিনাশ করে কৈলাসে ফের যাস চলে।
তা যদি না করতে প্যারিস, চোখের জলে বলছি মা,
অন্য কোথাও যা চলে তুই, বাংলা তে আর আসিস না।