কালের নিয়মে ঘুরছে চাকা,
তোমার আমার পকেট ফাঁকা
কেমন করে চলবে এ সংসার
অনেক কষ্টে কারণগুলো খুঁজে
তাল,বেতালের সব নিয়ম বুঝে,
এদিকে,সেদিকে নিচ্ছি টাকা ধার।

আজ হয়তো সময়টা খারাপ,কিন্তু
একদিন ঠিকই হয়ে যাবে সব
কষ্টে থেকেও শুনতে ভালো লাগে
"ভোরেতে" গাছে পাখিদের কলরব।

নতুন করে খুঁজবো বাঁচার মানে,
বিধাতা তো সবার, সবটা জানে
এতো লেখার মাঝেও ঘটে না ইতি
যাক,মুছে যাক সব ক্লান্তি,পরিশ্রম
পরে থাকুক ভালোবাসায় মধুর স্মৃতি।