বসে আছি, এ কোন নন্দিত নরকে ?
কুয়াশার সমুদ্রে ঘনিয়ে আসে
এ কোন মায়াবী পাপ ।
চারিদিকে চোরাগোপ্তা
ঢেউয়ের আঘাতে, ভাঙ্গছে
পতত্রী হৃদয়। আপাত অক্ষয়
বর্মের আড়ালে ।
হৃদয়ের কোন বিকল্প অভ্যাসে ,
ভেসে আসি বিশ্বাসের অনন্ত
মোহনায় ।দেখি মনের দিগন্ত জুড়ে
আজ শুধুই ধূ-ধূ শুকনো বালুচর ।
এখন তীক্ষ্ণ বল্লমের মতো
রাত আমার শিরায় শিরায়
ঢেলে দেয় ছলনার হেমলক বিষ,
এসো বিষন্ন রোদের কাছে ভিক্ষা
করি কিছু ধ্রুপদী প্রত্যয় ।