১
কথার ভেতর থেকে হেঁটে এলে,
মাঝে মাঝে
ফেলে আসা কথা-বালিসের ওপর
মাথা রেখে ঘুমোতে কষ্ট হয় ... !
২
বিছানা থেকে একেকটা কাঁটা তুলছি সযত্নে
তোর গা থেকে চুঁইয়ে পড়া ঘাম
এদের অঙ্কুরদ্গম ঘটিয়েছিল একদিন
৩
ইথার বলে কিচ্ছু নেই। এ এখন প্রমানিত সত্য।
তবু বুঝি না কেন, তোর কথা মাথায় ঘুরপাক খেলেই
তোর ফোন এসে যায় মোবাইলে !
৪
ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর সাথে হাওয়ায় ভাসব কিছুদিন
আর কিছুদিন জলে ...
প্রয়োজনীয় সূর্যালোকটা ডাইনিং টেবিলে রেখে যাস,
দেখা যাক গাছেদের মত সালোকসংশ্লেষ করতে পারি কি না !
৫
না বলেই হঠাৎ একদিন,
বিকেল বেলা চলে আয় না বাড়িতে...
আমার এখানে কফি বাড়ন্ত
সেদিন পেয়ালা ভরে কান্না গেলা যাবে !
৬
আমি, হোম ডেলিভারির পচা ভাত।
তুই হ টিফিন কেরিয়ার ...
চল, ডেলিভারি ম্যানের সাইকেলে দুলে দুলে
কলকাতা পেরোই দুজনে।
কারুর পেটে না গেলেও ... ডাস্টবিনে তো কাজে লাগবো ...
৭
কবিতা আর আসে না, জানিস
আমিই কবিতার কাছে যাই !
এই ছুতোয় তুই একদিন চলে আয় না ...
পেছনের জানলা টপকে !
দুজনে মিলে ব্যাপারটাকে মিটিয়ে নিই ...
৮
" মেরা কুছ্ সামান ... তুম্হারে পাস প্যারা হে"
থাকতে দে। ওসব আজকাল বিস্বাদ লাগে ...
আমার জন্যে শুধু কবরটা খুঁড়ে দিস
তাহলেই হবে !