অতিবৃষ্টিতে ধুয়ে গেছে মাঠ, জমি
ধুয়ে গেছে সাদা কাপড়ে লাগানো দাগ।
ঘুমায় দ্যুলোক নৈঃশব্দ্যের কোলে
দোলে শুধু বীত প্রেমের অগ্রভাগ।
এমন রাতে নিভিয়ে বাতি, দাওয়ায়
হেলান দিয়ে বসে থাকা ক্ষীণ খেয়ালে।
পতন শব্দে ভৈরবী নাচো তুমি
ভেজা শরীরে ছুটেছ এঁদো গলি, লেন।
শেষমেশ এসে বসেছ আমার পাশে
ভেজা পোশাকে ও ভেজা বুক, দেহ, ক্ষত...
হাতে হাত ধরে চলো দুজনেই নামি
বারান্দা থেকে উঠোনে সময়মত।
দাগ কাটা মাটি, গরাদ গরাদ খেলা –
জানু অব্দি উঠে আসে জমি, জলস্তর।
বিপদ সীমার উপরে বইছে নদী,
ভাসিয়ে দিচ্ছে তোমার আমার সমস্ত ...
সহস্র কথার অঙ্ক ভুলে গিয়ে
তুমি আর আমি, নর্দমা জল, নদী স্রোত
সাথে যাক সীমানা বিহীন দাওয়ার
আনাচে কানাচে পড়ে থাকা বিস্মৃতি, শোক ...