যে পাপ তুমি করেছ
তা মোছাবে কী করে?
আজ দস্যুকে ছেড়ে
তুমি ভিড়েছ দানবে,
তবু যে পাপ তুমি করেছ
তা মোছাবে কী করে?
দস্যু দলের প্রতিটি ছলে-বলে-কৌশলে
তুমিও তো ছিলে;
আজ দানব দলে এসে
মানবতার গান গাও!
একবার পেছনে তাকাও
যে পাপ তুমি করেছ
যদি চোখ থাকে দেখে নাও।
যদি আজ এখুনি
তুমি সব যাও ভুলে,
তবুও তোমার পাপ
মিটবে কী সমূলে?
ক্ষমতা লাভের তরে
তুমি মই ধর', মই ছাড়',
ভয়ের সাম্রাজ্য গড়ে
তুমি মানুষকে প্রাণে মারো
জোর করে তুমি বাক্সে পুরেছো
সব গণতান্ত্রিক অধিকার
যে পাপ তুমি করেছো
আমি চিৎকার করে বলছি -
তা মোছাবার তরে
বাকি আছে কী
কোনো কৌশল তোমার?
আজ দানব দলে এসে;
ভাবছো, ধুয়ে গেছে সব খাতা;
দস্যুরানী একলা দোষী,
তুমি ধোয়া তুলসী পাতা
লজ্জা হয়? ঘৃণা জন্মায়?
নিজের দিকে তাকাও
তুমিও কিন্তু সৎ নও;
তুমি অসভ্য অধ্যায়।
ভিড়ে আজ দানব দলে
নিয়েছ তুমি ভেক সাজ!
যদি তোমার সাহস থাকে
পেছন ফিরে তাকাও আজ;
দ্যাখ', তোমার পাপের বন্যায়
কতো পরিবার ভেসে গেছে!
দেখতে পাচ্ছো? কাঁদছে; হৃদয়?
কতো প্রাণ মুছে গেছে!
কতো স্বপ্ন শেষ হয়ে গেছে!
মুছেছে তোমাদের অন্যায়;
যন্ত্রণা হয়; হিয়ায়?
ও হো! আমিতো ভুলেই গেছি; তুমিতো নিঠুর!
হৃদয় থাকলে তো যন্ত্রণা হবে,
যার হৃদয় স্বার্থে বিলীন, সে যন্ত্রণা দেয়;
পায় না। যে লাশকে ক্ষমতায় চড়ার সিড়ি ভাবে,
যে জনতাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে
নিজের স্বপ্ন পূরণ করে,
তার কবে হৃদয় ছিল?
পাথর - পাথর! পুরোটা পাথর!
তাই তুমিও সাধু নয়;
সাধুর বেশে শয়তান তুমি;
তুমি মোটেই সাধু নয়।
যদি সাহস থাকে,
তবে ছেড়ে এই ভেক সাজ আজ
একবার! শুধু একবার!
প্রশ্ন কর নিজেরে -
যে পাপ তুমি করেছ
তা মোছাবে কী করে?
দস্যুরানীর সমস্ত পাপের
তুমিও অংশীদার;
সবাই মিলে লুঠ করলে,
আর পাপের বোঝা তার!
যে পাপ তুমি করেছ
তা মুছবে কী, কোনদিন আর?
দস্যুরানীর সব পাপের
তুমিও অংশীদার
তুমি, তুমিও অংশীদার!
হাজার বছর চেষ্টা করেও
দাগ মুছবে না তার।
দস্যুরানীর সব পাপের
তুমিও অংশীদার
তুমি, তুমিও অংশীদার!