বুদ্ধিকে যে বন্ধক দিয়ে রাখে
স্বাধীনতা ভাই তার থেকে দূরে থাকে।
চিরকালই রয় পেয়াদার দলে সে
পরাধীনতা মজ্জাতে তার, দেশে
পরাধীনতা মজ্জাতে তার, দেশে।
নেতা হতে গেলে, জোর লাগে মজ্জায়
পেয়াদা হয়েই যারা সুখী, খুশি খুব
স্তাবক হওয়াকে গর্বের তারা মানে
দেখতে মানুষ; আসলে ভিড়ের রূপ
পেয়াদা হয়েই তারা সুখী, খুশি খুব।
স্তাবক হওয়াকে গর্বের যে ভাবে
দালালিতেই জীবনটা সে আঁকে
বুদ্ধিটাকে রাখলে স্ব - এর অধীন
জীবন হয়তো বইতো অন্য (বাঁচার) বাঁকে।
কিন্তু তাতে কষ্ট আছে ভেবে
ডুবে থাকে ওরা অন্ধ, আঁধার কূপে
স্বাধীনতাটা কত সুখের; দামি
বোঝেনা কভু, পটি সাঁটা সম্মুখে
স্বাধীনতাটা কত সুখের; দামি
বোঝেনা কভু, পটি সাঁটা সম্মুখে।
বুঝবে কী করে থাকলে পটি সমুখে
থাকলে ডুবে অন্ধ আঁধার কূপে
দাসত্বই দাঁড়াবে সম্মুখে
স্বাধীনতাটা কত সুখের; দামি
বোঝেনা কভু, পটি সাঁটা সম্মুখে।
বুদ্ধিটাকে বন্ধকে যে রাখে
আগে নয় সে, পিছে নিচেই থাকে
মরে মরে হায় বাঁচাকে, মানে বাঁচা
উচ্ছিষ্টেই ভীষণ সুখী থাকে
বুদ্ধিটাকে বন্ধকে যে রাখে
আগে নয় সে, পিছে নিচেই থাকে।
হক বুঝতে লাগে জ্যান্ত জমির
জমিরটা যার সিকেয় তোলা থাকে
মরে মরেই জীবনটা সে বাঁচে
চিরকালই পিছে, নিচে থাকে।
বুদ্ধিটা যার বন্ধক দেওয়া থাকে
স্বাধীনতা কভু ভেড়ে না তার কাছে
মরে মরেই জীবনটা সে বাঁচে
চিরকালই পিছে, নিচে থাকে।
বুদ্ধিটা যার বন্ধক দেওয়া থাকে
দালালি করাকে স্বাধীনতা ভেবে সুখ,
চিরকাল পায়; চিরকাল পেয়ে থাকে
বুদ্ধিটা যার বন্ধক দেওয়া থাকে
দালালি করাকে স্বাধীনতা ভেবে সুখ,
চিরকাল পায়; চিরকাল পেয়ে থাকে।
বুদ্ধিটা যার বন্ধক দেওয়া থাকে
ভিড়ের দলের জোর সে অহর্নিশ
বাড়ায়, বাড়ে মূর্খামিতে ভীষণ
স্বাধীনতা মানে তার কাছে তাই বিষ।
চিরকাল যে গুকে গুড় ভাবে
গুড়ের মর্ম বুঝবে কেমন করে?
বিষটাই তাই অমৃত তার কাছে
অমৃত দিলে ছুঁড়ে মারে সজোরে
চিরকাল যে গুকে গুড় ভাবে
গুড়ের মর্ম বোঝেনা সে কভুরে
চিরকাল যে গুকে গুড় ভাবে
গুড়ের মর্ম বোঝেনা সে কভুরে।
বই ফেলে যারা বিষের করে পূজা
দালালি তারা করবে স্বাভাবিক
উল্টো হলেই পৃথিবী উল্টে যেত
জ্ঞানের (জ্ঞানই স্বাধীনতা) ওজন চিরকালই খুব অধিক
তাইতো! তাইতো! বিষ পূজা স্বাভাবিক।
বই ফেলে যারা বিষের করে পূজা
দালাল তারা, এটাই স্বাভাবিক।
বই ফেলে যারা বিষের করে পূজা
সংখ্যায় তারা চিরকালই খুব বেশি
দাসত্ব বা দালালি করাটা ওদের
মজ্জাতে, তাই লাগেনা হক খোঁজেনা বেশি
বই ফেলে যারা বিষের করে পূজা
সংখ্যায় তারা চিরকালই খুব বেশি।
এই দুনিয়ায় রত্নাকরই বেশি
বাল্মীকিরা চিরকালই কম মেলে
রাবণের ঘরে রাবণই জন্মাবে
প্রহ্লাদতো লক্ষ বছরে মেলে।
বাঁশঝাড়ে তাই বাঁশের জন্ম সঠিক
গোলাপ পাবার আশা, বৃথা! বৃথা!
মূর্খের ভিড়ে প্রাজ্ঞ খোঁজা বিলাস
খুঁজে পাওয়া ভার - এটাই জানা কথা
বাঁশঝাড়ে ভাই বাঁশের জন্ম সঠিক
গোলাপ পাবার আশা, বৃথা! বৃথা!
প্রহ্লাদতো লক্ষ বছরে মেলে
তবু বেঁচে আছি পাই যদি খোঁজ তার
বলবো খুলে মনের কথা মোর
শেষের আগে চাই শুরু আবার
দেখে যেতে তাই পড়েনি খোঁজে ছেদ
প্রহ্লাদ হল নির্ভীক এক জেদ
বাঁচবো, লিখবো, খুঁজবো খোঁজে ছেদ
পড়বে সেদিন, যেদিন শ্বাস আর
পড়বে না মোর, হবো উচ্ছেদ
প্রহ্লাদ হল নির্ভীক এক জেদ।
প্রহ্লাদতো লক্ষ বছরে মেলে
বেঁচে আছি যদি একবার খোঁজ মেলে
প্রহ্লাদতো লক্ষ বছরে মেলে
তবু বেঁচে আছি যদি তার খোঁজ মেলে।
#বুদ্ধি_বোধ_চেতনা