তারারা আলো দেয়
কখনও অন্যের আলো নিজের বলে চালায় না।
যারা তারা হয়,
তারা কখনও অন্যের তেলে আলো জ্বালায় না।
সূর্য হতে গেলে, নিজেকে জ্বালাতে হয়।
অন্যের আলো নিয়ে কিছুদিন নিজেকে
আলোকিত করা যায় ঠিকই,
গ্রহণের সময় সব ধরা পড়ে যায়।
তাইতো বলি - যদি পারো তারা হও,
আলো ছড়াও
পরের ধনে ধনী গ্রহাণু লক্ষ আছে
যদি আলোহীন গ্রহও হয়ে থাকো, তবে স্বীকার কর
সমর্পণেও মহত্ব বাঁচে
পা' টা মাটিতে থাকলে মানুষও ভগবান হয়ে ওঠে
দানব হতে চাইলে ফুটো আত্মরতিই যথেষ্ট,
আকাশ, গ্রহ - তারার মিলন মেলা
ফুটো অহমে মিলন নষ্ট, বেলা শেষ;
আর ফেরেনা।
তারারা আলো দেয়
কখনও অন্যের আলো নিজের বলে চালায় না,
ফুটো অহমে মিলন নষ্ট, বেলা শেষ;
আর ফেরেনা
তারারা আলো দেয়
নিজেকে জ্বালিয়ে; অন্যের থেকে ধার করে না।