স্বজন হারানো যন্ত্রণারা
থামছে না কেন আর?
হারাতে হারাতে ক্লান্ত আমি
তবু দেখি বারবার
প্রিয়জন সব এক এক করে
হারাচ্ছে আবার
স্বজন হারানো যন্ত্রণারা
থামছেনা কেন আর?
দিনরাত শুধু লাশ গুনে যাই
রাশি রাশি দুখ, গিলে-গিলে খাই
জমতে-জমতে মৃত্যু, পাহাড়
পালাবার পথ নাই;
শুধু লাশই গুনে যাই,
পালাবার পথ নাই।
যেদিকে তাকাই মৃত্যু এখন
খেলা করে অবিরাম
ছাড়ছেনা সে কাউকেই আর
রহিম হোক বা রাম
তবু সারাদিন অসভ্যরা
ক্ষমতার স্বাদ পেতে
ভোটের বাদ্দি বাজিয়ে-বাজিয়ে
প্রচারে আছে যে মেতে।
ভোটের ঠেলায় মৃত্যু খেলে
আড়ালে-আবডালে
কাজ যা করার করেই দিল
একাই অন্তরালে
ভোটের ঠেলায় মৃত্যু এখন
আড়ালে-আবডালে,
স্বজন হারানো যন্ত্রণারা
ঝরে চোখের জলে।
স্বজন হারানো যন্ত্রণারা
বারবার শুধু বলে,
"অবিরাম এই মৃত্যু মিছিল
ভিড়েছে কী কারও দলে?"
ক্ষমতা পেতে হাজির যারা
সাধু সেজে কৌশলে
স্বজন হারানো যন্ত্রণারা,
তাদের আঙুল তুলে বলে,
"সবাই যদি মরে যায় আজ
প্রকৃতির কোন্দলে
ক্ষমতার ছড়ি ঘোরাবে কিসে?
একবার দাও বলে।
সবাই যদি মরে যায় আজ
প্রকৃতির কোন্দলে,
ক্ষমতার তেজ দেখাবে কাকে?
একবার দাও বলে।
যদি মজে হায় সভ্যতাটা
মৃত্যুর মিছিলে,
যদি ডোবে হায় সভ্যতাটা
হ্রস্ব হলাহলে,
যায় মুছে যায়; যায় মুছে যায়
মৃত্যুর ছোবলে,
ভেবেছো কী হাঁটবেটা কে
তোমার মিছিলে?
ক্ষমতার তেজ দেখাবে কাকে?
একবার দাও বলে।"
মৃত্যু এদের চাইছিনা আমি
এরা বেঁচে থাক, চাই
মৃত্যু এদেরও ডাকবে জানি
পালাবার পথ নাই।
তবুও চাই, থাকুক এরা
শেষের সেই দিনে
ক্ষমতা পেয়েও থাকুক! থাকুক!
ক্ষমতার স্বাদ বিনে;
চাই! চাই! চাই! থাকুক এরা!
শেষের সেই দিনে
ক্ষমতা পেয়েও! ক্ষমতা পেয়েও!
ক্ষমতার স্বাদ বিনে;
শেষের সেই দিনে।
ক্ষমতায় কে এল গেল
মৃত্যুর তাতে কী?
জ্বালাচ্ছে সে সভ্যতাকে
নেতা যোগায় ঘি
ক্ষমতায় কে এল গেল
মৃত্যুর তাতে কী?
ক্ষমতা চাই, ক্ষমতা চাই
এদের ছলে - বলে,
মরে মরুক : মানুষ গুলো
গুচ্ছে কিংবা দলে;
ক্ষমতা চাই, ক্ষমতা চাই
এদের ছলে - বলে।
এমনিতে তো মরেই ছিল
আজ মিটছে সে সমূলে;
মরুক! মরুক! মানুষগুলো
নেতাই যেন চলে
মানুষ ছাড়াই চালিয়ে নেবে
ক্ষমতা - ক্ষমতা খেলে
মরুক! মরুক! মানুষগুলো
নেতাই যেন চলে;
মরুক! মরুক! মরুক জোরে!
নেতাই যেন চলে;
মানুষ ছাড়াই চালিয়ে নেবে
ক্ষমতা - ক্ষমতা খেলে।
জানি, বেঁচে আছি,
সামনে মৃত্যু, ডাকছে হাত নেড়ে,
হারানোর শোক, সঙ্গী এখন
নিয়েছে সুখ কেড়ে।
তবু এখনও গা - সওয়া হয়নি
এখনও ব্যাথা লাগে
ক্ষমতাকে নেতা বাগে আনলেও
ব্যাথা গুলো নেই বাগে।
যন্ত্রণা তাই পোষ মানে না
জোনাকির মত জ্বলে
স্বজন হারানো যন্ত্রণারা,
কাঁদে মেঘের দলে
পোষ মানেনা! পোষ মানেনা!
দাবানল হয়ে জ্বলে
বুকের অতল তলে
আড়ালে অন্তরালে;
স্বজন হারানো যন্ত্রণারা,
কাঁদে মেঘের দলে।
তাই! তাই! তাই!
চাই! আমি চাই!
নেতারাই থাক বেঁচে,
মানুষগুলো যাক জ্বলে যাক
ভয়াল মৃত্যু আঁচে।
বেঁচে থেকে মানুষ এদের
পারেনি শিক্ষা দিতে
মরে গিয়ে দিক শিক্ষা
ফ্রীতে! ফ্রীতে! ফ্রীতে!
তাই চাই চাই মরে যাই মোরা
প্রকৃতির কোন্দলে
শেষের সেদিন থাকুক এরাই
পেয়ে হারানোর দলে
কাটুক কাটুক এদের জীবন
অবসাদ, কোলাহলে;
শেষের সেদিন থাকুক এরাই
পেয়ে হারানোর দলে।
স্বজন হারানো ব্যাথা গুলো চাই,
ছাই হোক মোর সাথে
ওরা বেঁচে থাক ক্ষমতা পেয়েও
শত - ক্রোশ তফাতে
ক্ষমতা - ক্ষমতা - ক্ষমতার জোর
জোর খাটানোর থেকে
অবসাদ নিয়ে! অবসাদ নিয়ে!
বেঁচে থাক ধরা বুকে;
স্বজন হারানো ব্যাথা গুলো চাই
ছাই হোক মোর সাথে
শেষের সেদিন বেঁচে থাক চাই
শুধুই নেতারাই একসাথে
জোর না খাটার ব্যাথা বুকে নিয়ে
ফুটো ক্ষমতার সাথে।