প্রতিবাদের কাঁচা মাংস,
অত্যাচারের নুন
জাতিবাদের পেঁয়াজ জিরে,
আর হিংসার রসুন
তোষামোদের তেল খানিক,
সাথে মরিচ ভিড়তন্ত্রের
স্বৈরাচারের হাঁড়িতে আজ
রান্না গণতন্ত্রের।
গণতন্ত্রের ব্যঞ্জন আজ
শাসকবাবুর আহার
স্তাবকেরাও পাবে ভাগ
অল্প কিছু তার।
কিন্তু স্তাবক জানো কী তুমি?
স্বাদ যে তেতো তার,
হজম করার জোর আছে কী?
তোমার কলিজার,
ঘুণপোকা যে খেয়ে ফেলেছে
তোমার হাঁসলি হাড়;
ঘুণপোকা যে খেয়ে ফেলেছে
তোমার হাঁসলি হাড়।
অন্ধভক্তি যোগায় যার
দু - বেলার খাবার,
সত্যিগুলো হজম করার
সাধ্য আছে কী তার?
হজম করার জোরই নেই
তোমার কলিজার,
শাস্তি কিন্তু তোমারও হবে
পাবে না তুমি পার;
এ পাপ তোমারও
তুমিও ভাগীদার।
শাসক তুমি মাংস ছিঁড়ে
খেয়ে নাও যত পার'
হজম কর হাড়ও,
জানি, আজ সংকটকাল
প্রতিবাদ আজ শব
জিন্দা কিন্তু হবে আবার
হবেই কলরব।
মারবে যত; বাড়বে তত
আসবে ফিরে আবার
রক্তবীজের বংশ তারা
হবেই পাল্টা মার।
ঈশানকোণে মেঘ জমেছে
উঠবেই ফের ঝড়
স্বৈরাচারীর মৃত্যু কিন্তু
বড়ই কষ্টকর,
স্বৈরাচারীর মৃত্যু কিন্তু
বড়ই কষ্টকর।
মৃত্যু তোমার নিশ্চিত,
জেনে রাখ ' বর্বর।