কে বলেছে রাজনীতি মানে
ছিপিএম - তোলামূল?
কে বলেছে রাজনীতি মানে
চাড্ডি - কাটা হাত?
কে বলেছে রাজনীতি মানে
হিংসা, ফোটানো হুল?
যে বলেছে, তাকে বলে দাও
রাজনীতি হল ফুল
ফাগুনে ফোটা ফুল
রাজনীতি মানে ফুল।
রাজনীতি মানে কালো মুছে ফেলে
আলোয় ফেরার ডাক
রাজনীতি মানে নূতন, নূতনে
পুরাতন সব ফাঁক
বুজিয়ে বুজিয়ে দিশা দেখানো
এগিয়ে চলার ডাক
রাজনীতি মানে কালো মুছে ফেলে
আলোয় ফেরার ডাক।
রাজনীতি মানে স্থির করা দিক
রাজনীতি মানে দিশা
রাজনীতি হল সমাজ গড়ার
উদার উদার নেশা
রাজনীতি মানে মিলে পথ চলা
একা ভোগ করা নয়
রাজনীতি মানে ভাগ করে খাওয়া
মুছে ফেলে অন্যায়
রাজনীতি মানে বাঁচার বাঁচার
লড়াই লড়াই লড়াই
রাজনীতি মানে নীতির যাপন
নয়কো হাম বড়াই
রাজনীতি মানে লড়ে মরা নয়
বাঁচতে লড়াই করা
রাজনীতি মানে মেরে বাঁচা নয়
বাঁচাতে নিজেকে মারা
রাজনীতি মানে নতুন দিনের
স্বপ্ন বোনার চাবি
রাজনীতি মানে নীতির রাজার
উন্মেষ আমি ভাবি
রাজনীতি মানে জন জাগরণ
ন্যায় অন্যায় বোধ
রাজনীতি মানে নবজাগরণ
হিংসাকে করা রোধ
রাজনীতি মানে আলো দেখানো
আঁধারে আছে কে
রাজনীতি মানে ভাগ করা নয়
এক করা দেশকে
রাজনীতি মানে ফুল ফুল ফুল
রাজনীতি অমৃত
রাজনীতি মানে ধান্দাবাজির
ধ্বংসে দাঁড়িয়ে হিত
করা করা হায়, করা করা হায়,
জনতার হিত হিত
রাজনীতি মানে ধান্দাবাজির
ধ্বংসে দাঁড়িয়ে জিত।
রাজনীতি মানে মন্দ ভালোর
ফারাক বোঝা বোঝা
রাজনীতি মানে খারাপে দাঁড়িয়ে
ভালোর দিশা খোঁজা
রাজনীতি মানে মূল্যবোধের
যাপন যাপন যাপন
রাজনীতি মানে লুঠে খাওয়া নয়
খাবারের বণ্টন
সুষম ভাবে করার চেষ্টা
এটাই মানি আমি
আমার কাছে রাজনীতি মানে
আমরা নয়কো আমি
কখনোই নয় আমি।
রাজনীতি মানে মতামতের
মিলিত সমন্বয়
রাজনীতি মানে কখনোই জেনো
হিংসা ছড়ানো নয়
রাজনীতি মানে নতুন দিনের
স্বপ্ন দেখানো, দেখা
রাজনীতি মানে বিরোধীর থেকে
মত নেওয়া কিছু শেখা
রাজনীতি মানে ভাষণ দিয়ে
শাসন করা নয়
রাজনীতি মানে করে দেখানো,
প্রতিষ্ঠা করা ন্যায়
রাজনীতি মানে ছবি তোলা নয়
ছবির বদল করা
আমার কাছে রাজনীতি মানে
আমি নয় আমরা
আমার কাছে রাজনীতি মানে
আমি নয় আমরা
শুধুই আমরা।
রাজনীতি মানে আজ ভালো যা
আরও ভালো করা জোশ
রাজনীতি মানে খারাপ মোছা
মেটানো জনরোষ
রাজনীতি মানে সবার জন্য
সবার ভালো করা
রাজনীতি মানে আমরা আমরা
নয়কো আমরা ওরা
রাজনীতি মানে আমরা আমরা
নয়কো আমরা ওরা।
রাজনীতি মানে নতুন দিনের
স্বপ্ন বোনার জোশ
রাজনীতি মানে আপন সবাই
কেউই পর নোস
রাজনীতি মানে আবেগ আবেগ
রাজনীতি হাতিয়ার
রাজনীতির মানে বেঁটে থাকা নয়
মিলে হওয়া একাকার
রাজনীতি মানে লুঠে খাওয়া নয় (রোজগার নয়)
রুজির সমাধান
রাজনীতি মানে সবার জন্য
সুযোগটা সমান
রাজনীতি মানে সবার জন্য
সুযোগটা সমান
সুযোগটা সমান।
রাজনীতি মানে জমিদারি নয়
চাষার হাতে জমি
রাজনীতি মানে তুমি মোর পাশে
তোমার পাশে আমি
রাজনীতি মানে ছুরি মারা নয়
বুকেতে গুলি খাওয়া
রাজনীতি মানে বুক চিতিয়ে
হকটা বুঝে নেওয়া
রাজনীতি মানে আমি তুমি নয়
আমরা আমরায়
রাজনীতি মানে সঙ্কট কালে
ঝাঁপিয়ে পড়ার দায়
রাজনীতি মানে হক আদায়ের
হাতিয়ার আমি মানি
আমার কাছে রাজনীতি হল
আমরা নয়কো আমি
আমার কাছে রাজনীতি হল
আমরা নয়কো আমি
রাজনীতি মানে হক আদায়ের
হাতিয়ার আমি জানি।
#দিন বদলের দিন
আসুক দ্রুত চাই
তাই লিখলাম আজ
রাজনীতির মানে ভাই।
দিন বদলের দিন
না থাকে যেন দীন
কেউ কেউ দুনিয়ায়
চাই হোক রঙ্গিন
দিন বদলের দিন.