সময়গুলো কাটলো জোরে
বৈশাখ ফের এলো ফিরে
দেখতে দেখতে ফুরালো বছর
নববর্ষ এলো ঘরে।
এই নতুনে যাক ধুয়ে যাক
রোগ, দুঃখ, বিরহ, গ্লানি
ফিরুক আবার হাঁসি ঠোঁটে
অসীম অনন্ত আসমানী...
ফিরুক আবার হাঁসি ঠোঁটে
অসীম অনন্ত আসমানী।
আর যেন কেউ না হারায় স্বজন
ভাত যেন থাকে সবার ঘরে
ভালো থাকুক শরীর ও মন
বৈশাখ সুখ আনুক ভরে।
ফের যেন কোনো ঝড় না আসে
জীবন যেন না হয় হানি
জীবন আবার মেলুক ডানা
ছুঁয়ুক আবার আসমান...ই..
জীবন আবার মেলুক ডানা
ছুঁয়ুক আবার আসমান...ই।
ঝগড়া, বিবাদ, ক্রোধ, হিংসা
পুরাতনেই থাক না পড়ে
এই নতুনে হোক শুরু হোক
সব কিছু ফের নতুন করে।
মূর্খামি সব যাক মুছে যাক
ফিরুক আবার উৎকর্ষ
মিলে মিশেই থাকুক সবাই
শান্তির হোক, নববর্ষ....
শান্তির হোক, নববর্ষ।