সুযোগের সদ্ব্যবহার হয়
অপব্যাবহার নয়।
যে সুযোগ তুমি পেয়েছিলে
তাকে হারিয়ে হেলায়
তুমিই তো বেছেছো এ পথ
দামটাও তাই চোকাতে হবে
তোমাকেই, তোমাকেই শুধু তোমাকেই।
জানি, অনেক পরিযায়ী এসে
তোমার লুঠ করা মালে ভাগ বসিয়ে
উড়ে গেছে অন্য পাড়ায়।
জানি, এ পাপ তোমার একার নয়;
ওরাও সমদোষে দুষ্ট,
ওরাও দিয়েছে কষ্ট,
তাই বলে কী তোমার সব পাপ,
মুছে যাবে হায়?
তোমার পাপের মাসুল কিন্তু
দিতে হবে তোমাকেই, তোমাকেই শুধু তোমাকেই।
যে সর্বনাশ একদিন এনেছিলে ডেকে
আজ তাকে যতই রা'খ ঢেঁকে
পারবে না আর আটকাতে তাকে,
আজ ফুরিয়েছে তোমার বল
তাই তোমার চাষ করা হিংস্রতায়
আজ অন্যের দখল।
পাপ যখন তোমার
ভোগ ক'র তার ফল।
কী?মুক্তি চাই?
মুক্তি নাই!মুক্তি নাই!মুক্তি নাই!
তোমার পাপের বোঝা; বইতে হবে
তোমাকেই, তোমাকেই শুধু তোমাকেই।