যেদিন ঐ ঠোঁটের লালে লুকানো বিপ্লবের বীজ সুপ্ত,
মুক্ত হয়ে ঝরাবে শব্দ বান; চাইবে অধিকার,
সেদিনই সমাজ থেকে অসাম্য হবে লুপ্ত।

যেদিন যৌনতায় যোনিও হবে অংশীদার সমান,
যেদিন তোমার দাবি আদায়ে বের হবে না মিছিল আর,
সেদিনই লেখা হবে তোমার প্রকৃত জয়গান।

যেদিন তোমার বুক, লোলুপ দৃষ্টিতে হবে না বিব্রত,
যেদিন তোমার ক্ষমতায়নে সংরক্ষনের হবে না দরকার
সেদিনই ঘোষণা হবে পুরুষতন্ত্র মৃত ।

যেদিন তোমায় আর দিতে হবে না সতীত্বের প্রমান,
যেদিন তোমার ভাবনাগুলো স্বাধীন হয়ে গড়বে সরকার,
সেদিনই সভ্যতায় প্রতিষ্ঠা হবে প্রান।

এই 'যেদিনের' সেদিনই হবে আসা,
যেদিন পড়ে পড়ে না খেয়ে তুমি মার
এক হয়ে রাজপথে মিলাবে সব যন্ত্রনার ভাষা।