যদি সফলতার মাপকাঠি বড় গাড়ি, বড় বাড়ি কিংবা ভালো চাকুরী হয়
তবে কী ক্ষুদিরাম সফল নয়?
যদি সফলতার মাপকাঠি ডিগ্রী কিংবা মার্কশিট হয়
তবে কী মতঙ্গিনী সফল নয়?
আসলে যারা দিনরাত শুধু সফলতার গান গায়
জীবন যুদ্ধে তারাই কিন্তু চিরকাল ব্যর্থ হয়।
যারা চিরদিন সফল বলে জাহির করে যায়
টাকা তাদের যতই থাকুক তারা সফল নয়।
যে কাজের লোক সে কাজ করে যায়
কাজই সফল হয়
চোর ডাকাতও টাকা কামায়;
সফল মোটেই নয়,
সফলতার সূচক কিন্তু মোটেই টাকা নয়।