হতাশা তার হয়, যার আশা আছে।
হতাশা বিকার পায়, ঠিক তার কাছে
যার মনে আশা নয়, লোভ আছে।
হতাশা তার হয়, যার আশা আছে।
লোভ আর ঈর্ষারা জুটলে ভাই
মানসে কী কখনও মানুষ বাঁচে?
আশা থাকা ভালো যদি আশা তাকে,
না ফেলে; না ফেলেরে ভাই, লোভ ছাঁচে।
আশারা বাঁচিয়ে রাখে ততদিনই,
যতদিন মানসে লোভ, না নাচে;
আশারা বাঁচিয়ে রাখে ততদিনই,
যতদিন মানসে, লোভ না নাচে।
জন্মালে লোভ, বিকার আসে।
মানুষ হারিয়ে যায় লোভ মাঝে;
জন্মালে লোভ, বিকার আসে
মানুষ হারিয়ে যায় লোভ মাঝে।
আশাই তো লক্ষ্য স্থির করে
জোর করে নয় - নয়, খুব জোরে
নিজেকে উজাড় করে, করেরে হায়
পৌঁছাতে - পৌঁছাতে, গন্তব্যেরে -
আশারাই লক্ষ্য স্থির করে।
আশাই বাঁচিয়ে রাখে মানুষকে
আশাই এগিয়ে যেতে শক্তি দেয়
আশা যদি না থাকে জীবন মাঝে
আসলে সে জীবনটা - জীবনই নয়।
আশা আর লোভ তাই নয়গো এক
দুজনাতে আছে আছে খুব প্রভেদ
আশায় হুঁশ থাকে, নেই লোভে
আশাটা যুক্তি, লোভে উগ্র জেদ;
আশা আর লোভ তাই নয়কো এক
দুজনাতে আছে আছে খুব প্রভেদ।
জেদ থাকা ভালো যদি নিজেকে তা,
না খায়! না খায়! খায় - খায়নারে।
যে জেদ নিজেকে খায়, দেয়না এগোতে হায়,
সেটা মোটে জেদ না, জেদ নারে।
অসভ্যতা বলে, বলে তারে;
সেটা মোটে জেদ না, জেদ নারে।
জেদ যদি না থাকে লক্ষ্য হায়
যায়না-যায়না ছোঁয়া, ছোঁয়া জানি,
তবে নিজেকে না গড়ে - গড়ে - গড়েরে ভাই,
যে শুধু লোভ করে, পায় জানি -
ছাই - ছাই - ছাই - ছাই, ছাই-ই হায়,
কাজের বিকল্প, তাই কাজ মানি।
লোভে শুধু ছাই মেলে; মানি আমি
কাজে সবে দাও মন, কাজই দামি।
লোভে শুধু ছাই পাবে; কিছুই নাই
কাজে সবে দাও মন, কাজই দামি।
রক্তচাপ বাড়ে লোভে - বাড়েরে ভাই
নিদ্রা - নিদ্রা যায় বিশ্রামে।
এগোনোর জাগাতে, পিছে ধায় জীবন
জীবন বিক্রি হয় কম দামে।
প্রাণটা খরচ যদি লোভে করো,
ভাবনারা থাকে যদি লোভে জুড়ে
হতাশাই জীবনের হয় সাথী
বন্ধুরে - বন্ধুরে - বন্ধুরে।
তাই, কাজ করো - কাজ করো বন্ধুগো
লোভে শুধু ছাই মেলে বন্ধুরে।
না করেরে - কাজ - কাজ, ভাত পেলে
খেও না, খেও না তা, থাকো দূরে।
চাও যা, জয় করে তা না পেলে
কী লাভ! কী লাভ! জন্ম লাভ করে?
লোভে বাস ঈর্সা - হিংসাদের
কাজে শুধু বাস - বাস - প্রচেষ্টার
কাজ না করে যে আশা করে
প্রলাপ, প্রলাপই হয় সাথীগো তার।
তাই আলাপ কোরো না সখা, প্রলাপ সাথে
বিফল হয়েছো - করো, করো স্বীকার
ভুলটা স্বীকার করে জেগে ওঠো
দেখবে ফল পাবে, হাতে - নাতে।
অজুহাতে ফেরেনা হাল, হালখানা
অজুহাতে লুকিয়ে, লুকিয়ে থাকে -
হীনমন্যতা ঢাকা মুখোশ শুধু
সবার সবার জানি এটা জানা।
জেনেও এটা সবে কাজে লাগায়
তুই কেনো ওই পথে পা বাড়াবি?
চোখ খো'ল - ছা'ড় লোভ - কাজ কর,
পাবি - পাবি একদিন দুনিয়া পাবি;
চোখ খোল - ছা'ড় লোভ - কাজ কর
পাবি - পাবি একদিন দুনিয়া পাবি।
এ দুনিয়া, সে দুনিয়া নয়রে ভাই,
যেখানে দখলদারি চলে - চলে;
এ দুনিয়া কাজের, কাজ করার
এখানে কাজই, শেষ কথা বলে;
এ দুনিয়া, সে দুনিয়া নয়রে ভাই,
যেখানে দখলদারি চলে - চলে।
এ দুনিয়া পেতে - পেতে, গড় আজই
নিজেকে - নিজেই, ছা'ড় লোভ গুলো
ভোগের দখলে শুধু ছাই রাখা
কাজের দখলে, ঠিক হয় ভুল-ও।
তাই ভুলে যা - ভুলে যা - লোভরে ভাই
লোভে ক্ষতি! লাভ নেই; লাভ না দেখি।
দেখে অপরে লক্ষ্য, না করে স্থির,
নিজেই লক্ষ্য হয়ে দেখা দেখি!
তবেই আসল জিত হবেরে তোর
বলবো তোকে আমি তবেই বীর;
বলবো তোকে আমি সেদিনই বীর।
যে বা যারা - যারা, মরিচিকায় -
মজে থাকে, মজে থাকে, মজে থাকে
ভোগ - লোভ - ঈর্ষার হাতছানি
খোঁজে তাকে, খোঁজে তাকে, খোঁজে তাকে।
মুঠোফোনে হাতে হাতে লোভ ওড়ে
লোভকে আশা ভেবে ঘোরে যারা
পূর্তি হয়না মোটে সেটা এথা
উল্টে হতাশা বাড়ে খুব জোরে;
মুঠোফোনে হাতে হাতে লোভ ঘোরে।
যে বা যারা - যারা, প্রলোভনে
পা বা গা - গা, না ভাসিয়ে
লক্ষ্য স্থির করে দিয়ে জীবন
সেই সফল হয় শেষে গিয়ে।
প্রলোভনে, পা - গা না ভাসিয়ে
ভাসায় জীবন যে কাজ মাঝে
সেই সফল হয় দুনিয়াতে
সব শেষে সব বাধা টপকিয়ে।
ভোগ বা টাকাকে যে ভাবে জীবন
সফলতা মাপে মাপে টাকাতে যে,
চিত্তে দেউলিয়া হয় সেজন,
আসলে বাঁচে দেহে, মনে মরে।
চিত্তে যে শান দেয় জেনো
সেইজন সফল এই দুনিয়াতে
বিত্ত ছোটে তার পিছে পিছে
সে চলে কাজে আগে দুনিয়াতে;
সেই আসলে সফল দুনিয়াতে।
রোজ বলি কত কথা শুনছে কে?
লোভের পিছনে সব ছুটছে যে!
ভাবছে না! ভাবছে না! ভাবছে না!
কারই বা ভাবার সময় আছে?
ব্যস্ত! ব্যস্ত সব - সব এথা
কার-বা সময় আছে; শোনে কথা?
হুঁশ নেই, হুঁশ নেই, কারও ভবে,
এভাবে কী সব শেষ হবে তবে?
হুঁশ নেই, হুঁশ নেই, কারও কাছে
কার বা ভাবার সময় আছে?
হুঁশে নেই! হুঁশে নেই! কেউ এথা
সব আছে লোভে ডুবে অযথা
ভোগের শরীর সব রোগে ডুবে
মনগুলো কবরে। এ উপত্যকা -
লোভকে জীবন ভেবে ফেলেছে যে
লোভেই জীবন শেষ করছে সে;
লোভকে জীবন ভেবে ফেলেছে যে
লোভেই জীবন শেষ করছে সে।
লোভকে জীবন ভেবে ফেলেছে যে
লোভেই জীবন শেষ করছে সে।