দোয়াত ভরা কালির দিন শেষ।
আকাশবাণীর মহালয়ার রেশ,
স্নিগ্ধ, শীতল, শান্ত আমার দেশ,
আজ অতীত কাল।
আজ কলম ছেড়ে কাদায় বেশি মন
না! গড়তে নয়, ভাঙতে জারি সমন
জাত – ধর্মের নামে কয়েকজন
আনতে ব্যস্ত, কুমির কেটে খাল।
খাবার যখন বাসিও না জোটে
সুখগুলো সব বাষ্প হয়ে ফোটে
হাসি যখন শুকিয়ে যায় ঠোঁটে
প্রশ্ন : আসবে কবে আবার নতুন সকাল?
যদি জাত – ধর্ম দিতে পারে খাবার
দরকার কী কাজ করতে যাবার?
তাই রাম – রহিমের ঝগড়া লাগিয়ে আবার
ফেরাও দেখি আবার হাঁড়ির হাল।
দোয়াত ভরা কালির দিন শেষ।
আকাশবাণীর মহালয়ার রেশ,
স্নিগ্ধ, শীতল, শান্ত আমার দেশ,
আজ অতীত কাল।
দোয়াত ভরা কালির দিন শেষ।
আকাশবাণীর মহালয়ার রেশ,
স্নিগ্ধ, শীতল, শান্ত আমার দেশ,
আজ অতীত কাল;
সত্যিই অতীত কাল।