এই মেয়ে, তুই কাঁদছিস?
বন্ধ কর এই কান্না।
কান্নাগুলো ভুলে আজ
করিস একটু রান্না।
ভাবনাগুলোয় শব্দ দিয়ে
মনের আঁচে সেঁকে
তৈরি হলে ডাকিস আমায়
বইয়ের পাতায় লিখে।
মনের আঁচে সেঁকে।
পেট ভরাতে চাই না আমি
মন ভরাতে চাই
তোর কলমের আঁচড়ে যে
শান্তি খুঁজে পাই।
কলম দিয়ে দে ফুটিয়ে
হাজার প্রশ্ন ফুল
ধরিয়ে দে আঙুল তুলে
আদিম হিংস্র ভুল;
আদিম হিংস্র ভুল।
এই মেয়ে তুই এখনও কাঁদিস!
বন্ধ কর এই কান্না
অনেক তো কাঁদলিরে তুই
থামা! থামা! আর না!
জানি, তোর ঘর নেই,
ওরা কেড়েছে তোর ঘর
প্রতিবেশী বাবুরাও
করেছে তোকে পর।
তাতে কী হয়েছে শুনি?
কেঁদে ভাসাস কেন ঘর?
এ দুনিয়ায় সবাই আপন
আর আপন গুলোই পর;
আপন গুলোই পর।
মুক্ত পাখির কবে ছিল?
নিজের একটা দেশ।
তোর - আকাশ আছে, বাতাস আছে,
ওদের আছে বিদ্বেষ,
তোর দরকার নেই দেশ।
তুই মুক্ত পাখি
মুক্ত তোর মনের ভাবনা
শেকল ভেঙে মেলেছিস
তুই, মনের দু ডানা,
মুক্ত তোর ভাবনা।
যারা তোকে বারেবারে
দুঃখ দিতে চায়
তাদের কী কখনও
আপন বলা যায়?
যাদের কথা ভেবে ভেবে
ভাসাস চোখের জল
তারা অর্বাচীন, স্বার্থপর
হিংস্র দানব দল।
তারা কোনদিন চাইবে না মাফ
ঝরুক যতই জল
স্বার্থটাই আসল তাদের
তাই কাঁদিস কেন বল?
ওরা দানবের দল।
'মৌলবাদ নিপাত যাক'
ওরা ঘরের ভিতর বলে
বাইরে গেলে তোষণ - শোষণ
ওরাই করে চলে।
শুধু ঘরের ভেতর বলে।
ওরা শোষকের দলে।
ওদের কথা ভেবে ভেবে
ভাসাস কেন চোখ?
কেউ না মানুক আমি মানি
তুই আমার লোক;
আমার ঘরের লোক।
ভুলে গিয়ে মিথ্যা শোক
তুই এগিয়ে চল
ভুলে সব খারাপ লোক
তুই মানুষের কথা বল,
তুই সামনে এগিয়ে চল।
তুই এগিয়ে চল।