ইঁট পাথরের দেওয়াল ভিড়ে
শহরটা আজ মাটিহারা।
শহুরে এই ঝলকানিতে
গ্রামও চাইছে পাকার বাড়া।
দুর্যোগ থেকে পেতে রেহাই
এই চাওয়াতে দোষ কিছু নাই,
তবে ঘরের জাগায় চাইলে প্রাসাদ
দোষটা কিন্তু ঠিক সেখানেই;
ঘরের জাগায় চাইলে প্রাসাদ
দোষটা কিন্তু ঠিক সেখানেই।
গ্রামের চাষা হারান খুড়ো
জমি ছিল তার দু - বিঘা মোটে।
বাসনা ছিল অট্টালিকার
সুপ্ত হয়ে বুড়োর ঘটে।
কিন্তু খুড়োর কড়ির অভাব
চাইলেও তাই উপায় যে নাই,
সরকারি ঘর জোটেনি খুড়োর
চাপা দেয় বুড়ো বাসনাকে তাই।
কিন্তু পাড়ার রসিক মিয়ার
যেই উঠলো পাকার দেয়াল
হারান খুড়োর ঠিক তখনই
জ্যান্ত হল প্রাচীন খেয়াল
ধৈর্যকে তাই জানিয়ে বিদায়
হারিয়ে নিজের সব সম্বিত
জমিজমা সব বিক্রি করে
দিয়ে দিল সে প্রাসাদের ভীত
উঠলো যদিও বাড়ির দেয়াল
ছাদের সময় ফুরোলো টাকা
প্রাসাদ গড়া হল না খুড়োর
জমি জমা সব হল ফাঁকা।
এখন বুড়ো কুড়েঘরে থাকে
যেমনটা সে আগেও ছিল
তবে চাষার ব্যাটা হারান খুড়ো
আজকে ক্ষেতের মজুর হল;
আজকে খুড়োর দুকূল গেল
চাষার ব্যাটা হারান বুড়ো
আজকে ক্ষেতের মজুর হল,
মিথ্যা মোহে অন্ধ হয়ে
সব হারাল - সব হারাল;
মিথ্যা মোহে অন্ধ হয়ে
সব হারাল - সব হারাল।