দুই দামড়ায় লাগলো লড়াই
মারে কামড়ায় দুজনাতে হায়
যে জিতবে যোনি খাবে সে -
শর্ত এটাই; শর্ত এটাই।
দুই দামড়ায় লাগলো লড়াই
ধারে দাঁড়িয়ে অবলা গরু
ডাকে হাম্বা, মজা নেয় সে
নিজের অজান্তেই;
ডেকে আনে সে,
ডেকে আনে সে,
নিজের মৃত্যুকেই;
নিজের অজান্তেই।
দুই দামড়ায় লাগলো লড়াই
দেখে গরু আর শুধু ভাবে হায়
বেড়ে গেছে তার কদর বোধহয়
খুশি ধরেনা বুকে।
ঘাস পাতা ছেড়ে লাফায় লাফায়
যুদ্ধ দেখে দেখে;
ধরেনা খুশি বুকে।
কে নেবে আজ গরুর দখল
বিষয় এটাই বাকিটা নকল
আসলে চাই শরীরটা তার
কিন্তু গরুটা না বুঝে এটার
আসল মানে, মানেটা কী তার
হ্যাংলার মত দেখে শুধু আর
নেচে নেচে হায় করে চিৎকার
তিড়িং তিড়িং লাফায় শুধু
নিজ অধিকার ভুলে;
লাফায় দু পা তুলে,
নিজ অধিকার ভুলে।
মন নয় - নয়, স্তন যোনি চাই
দুই দামড়া লড়ছে গো তাই
অবোধ গরু বুঝছে না হায়
দামড়ার কাছে আসলে সে -
পণ্যই - পণ্যই।
তবুও গরু ভাবছে শুধু
তাকে পাবার জন্যেরে,
লড়ছে ওরা, লড়ছে লড়ছে
তাকে পাবার জন্যই।
বুঝছে না সে, লড়াইটা হায়
তাকে পেতে নয়
তার দেহ পেতে হায়
আসলে সে পণ্যই।
দামড়ার কাছে যোনিই আসল
বাকিটা নগণ্য;
গরু ভোগ্য পণ্য, ছি!
ভোগ করে হায়, ছিঁড়ে যোনি প্রায়,
পালাবে দামড়া পড়ে রবে ভয়
এসব গরুটা ভাবছে না হায়
ভাবছে শুধু, ভাবছে সে
এটা তার জয়; এটা তার জয়,
তার কদর বেড়েছে।
বুঝলোনা গরু, ইতর ওরা
মোটেই ভালো নয়।
বুঝলোনা গরু, ইতর ওরা
মোটেই ভালো নয়।
তাকে পেতে নয় যোনি খেতে হায়
লড়ছে ওরা অসুরের ন্যায়
ওরা শুধু যোনি চায়;
ওরা শুধুই যোনি চায়।
ভালোবাসা তো ভালোবেসে হয়;
ভালোবাসা তো স্নেহে ভেসে হয়
ভালোবাসা হয় মিললে হৃদয়
দেহ নিমিত্ত রয়;
ভালোবাসা তো ভালোবেসে হয়
ঘৃণা ছড়িয়ে নয়;
ভালোবাসা তো ভালোবেসে হয়
ঘৃণা ছড়িয়ে নয়।
হে জননী বোঝো বোঝো তুমি
গরু যা বোঝেনি; সেটা বোঝো তুমি
তোমার যোনির মালিক তুমি
অন্য কেউই নয়,
তোমার যোনির মালিক তুমি
অন্য কেউই নয়;
তোমার যোনির মালিক তুমি
আছে মনে সংশয়?
গরুটা না-হয় অবোধ অবোধ
তুমি তো অবোধ নয়!
বোঝো বোঝো হায়,
বোঝো বোঝো হায়
হে মনুষ্য জননী!
তোমার যোনির মালিক কেবল
তুমি! তুমি! শুধু তুমি!
ভেবেছো কী তুমি কখনও জননী
যারা ঘোরে পিছে দিবস ' - রজনী
তারা কি আদৌ চায় তোমাকে
নাকি চায় - চায় তব যোনি?
হে মনুষ্য জননী!
ভেবেছো কী তুমি? ভেবেছো কী তুমি?
কোনোদিন? কোনোদিনই?
না ভাবলে, এবার ভাবো
ভাবো তুমি জননী।
ধরণীতে যে, শুধু যোনি চায়
মন দেওয়া নেওয়া তার কাজ নয়
বিকার মেটাতে যোনির শিকার
করে সে সব সময়;
সে কোনোদিন প্রেমই করেনি
নেই এতে সংশয়।
মনের চেয়ে যোনির উপর
নজর জেনো যার
জেনে রেখো মা, কালো!
কালো হয়! অন্তরটা তার।
ভালো নয় সে, ভালো নয় সে
দিও না মন তোমার;
ভালো নয় সে, ভালো নয় সে
দিও না মন তোমার।
ঘর বাঁধো তুমি তারই সাথে মা
যে যোনি নয় চায় মন মা,
দাও তাকে মন ঘর,
যে যোনি নয়, দেহ স্তন নয়,
চাবে, তোমাকে সারা প্রহর ;
দাও তাকেই মন ঘর।
জননী মানে শুধু যোনি নয়;
দেহ, মন - অন্তর।
ভাবো ভাবো মা, হে জননী
কিছুই এখনও হয়নি গো শেষ
নিকেশ করতে বিকার বিকার
ধরো ধরো হায় রুদ্রেরও বেশ
এখনও কিছুই শেষ হয়নি
ধ্বংস কর সে দেশ
যে দেশে আজও বিকারের মা
রয়ে গেছে অবশেষ
ধ্বংস কর, ধ্বংস কর
ধরে রুদ্র বেশ;
তুমিই পার করতে ধ্বংস
করতে শেষ শেষ :
বিকারে সিক্ত দেশ।