পিসির রাজ্যে সবই ভেজাল
আসল শুধুই ভয়
চোদ্দোর রাতে মিছিল দেখে
ভাবলাম বোধহয়
ভুল রাজ্যে পড়েছি এসে
এটা পিসির নয়
পিসির রাজ্যে সবই ভেজাল
আসল শুধুই ভয়।
রাতটা ছিল ভীষণ কালো
দোসর ঘুমের ঘোর
যেইনা চোখে জল দিয়েছি
দেখলাম আমি ভোর
পিসির রাজ্যে পিসির রাজ্যে
কোথায় পিসির ভয়?
দশ বছরে সব মিছিলই
প্রায় ছিল পিসিময়
কোথায় কোথায় এই মিছিলে
হাওয়াই চটি হায়?
অক্কা খেলুম, মওকা পেয়ে
লিখলাম খাতায় -
রাজ্য আবার সবার হল
রাজ্য পিসির নয়
ভাবলাম আমি, যাক বেঁচেছি,
মরলো অন্যায়
রাজ্য আবার সবার হল
রাজ্য পিসির নয়
রাজ্য আবার সবার হল
রাজ্য পিসির নয়।
ও মা! একি! চটি পিসি
তিরিশ দিনের মাথায়
করলো হিসি হাঁসি হাঁসি
আমার ভাবনায়
তিরিশ দিনের মাথায়।
চা পিইয়ে পান খাইয়ে
পানসে মিনসে গুলোর
মধ্যে থাকা সেকু মাকু
বাহির করে দিলো
সব গুলিয়ে দিলোরে ভাই
সব গুলিয়ে দিলো
মিনসে গুলো বদের ধাড়ি
তাই গুলোতে দিলো
মিনসে গুলোই বদের ধাড়ি
তাই গুলোতে দিলো।
সিঙ্গুরটা পিসির দখল
আর জি করও তার
মাকু মূলের লাভ স্টোরি
ভীষণ চমৎকার
তাইতো পিসি একই সাথে
বিরোধী - শাসক নেত্রী
নিজেই মেরে বিচার চেয়ে
হলেন মিছিল যাত্রী
তাইতো পিসি একই সাথে
বিরোধী - শাসক নেত্রী
হলেন মিছিল যাত্রী।
নন্দীগ্রামের বেলায় দোষী
কেবল কেবল বুদ্ধ
আর জি করের বেলায় কিন্তু
পিসিমনি শুদ্ধ
কেবল দোষী বুদ্ধ
পিসিমনি বিশুদ্ধ। (বিশুদ্ধ ধাপ্পাবাজ)
তাপসী ছিল সিঁড়ি সিঁড়ি
ক্ষমতা পাবার বাণ
রাজনীতি তাই তখন ভালো
এখন অভিমান!
তাপসী ছিল সিঁড়ি সিঁড়ি
ক্ষমতা পাবার বাণ
এখন পাছে ক্ষমতাটা
যায়, তাই তাই তাই চান
মিছিল মিছিল, দ্রোহ দ্রোহ,
করতে খান খান।
এটাই উনি চান।
তাইতো তাইতো একতা ভাঙার
চালালেন অভিযান
এটাই উনি চান
শুধু এটাই উনি চান।
নামালেন সব ভাঁড় ভাঁড়ে হায়
রাখতে জুড়ে দাঁড়
লুঠটা যাতে চালুই থাকে
নামলো সব ভাঁড়
চললো অভিযান
এটাই উনি চান।
তাপসী ছিল সিঁড়ি সিঁড়ি
ক্ষমতা পাবার বাণ
আর জি করও একই একই,
তবে অন্যের পান
তাইতো ভয়ে পিসিমনির
ওষ্ঠাগত প্রাণ
নামিয়েছে তাই সব ভাঁড় ভাই
বাঁচাতে ক্ষমতা; জান
ক্ষমতাহীন পিসি কিন্তু
প্রাণহীন শয়তান
ক্ষমতাহীন পিসি কিন্তু
প্রাণহীন শয়তান।
বাঁচাতে বাঁচাতে শয়তানে তাই
ক্ষমতার প্রতি টান
ক্ষমতা বিনে পিসি কিন্তু
প্রাণহীন শয়তান
ক্ষমতা বিনে পিসি কিন্তু
প্রাণহীন শয়তান।
আর জি করটা আনে মনে
গদি হারাবার ভয়
তাই স্তাবকের দলগুলো মিলে
জুড়েছে অভিনয়
রাখতে রাখতে অন্য দলকে
দূর ক্ষমতার থেকে
গেল গেল তাই, সারাবেলা ভাই
গেয়ে গেয়ে গেয়ে, গেয়ে -
এ দ্রোহ, মিছিল, মিটিং মিটিং
অন্য বিষয় নিয়ে
এ দ্রোহ, মিছিল, মিটিং মিটিং
অন্য বিষয় নিয়ে
অন্য বিষয় নিয়ে।
বিষয় বিষয় অন্য বিষয়
রাজনৈতিক নয়
এটা মানুষের দ্রোহ দ্রোহ দ্রোহ
মানুষের হল জয়
এটা মানুষের দ্রোহ দ্রোহ দ্রোহ
মানুষের জয় জয়।
প্রশ্ন আমার যদি মানুষের
জয় এটা হবে হবে
তবেতো তবেতো পরাজিত পিসি
পরাজিত পিসি তবে
যদি মানুষের জয় এটা হয়
পরাজিত পিসি তবে।
এখানেই আমি কই কই কই
জবাবটা দাও তুমি
হেরে গিয়ে ভাই
রাজা বা রানী হয়েছে কবে কে শুনি?
জবাবটা দাও তুমি
হেরে গিয়ে ভাই
রাজা বা রানী হয়েছে কবে কে শুনি?
বল বল বল তুমি।
পরাজিত যে বলো সে কবে
রাণী হয়েছে, হয়
মানুষ যদি জেতে জেতে জেতে
পিসিটা কি করে রয়
রানীর আসনে রানীর আসনে
আমার এ মন কয়
পিসিটা কি করে রয়?
পিসিটা কি করে রয়?
এসো এসো হে মুখোশধারী
শুধাই তোমায় আমি
অনেক বচন দিলে দিলে দিলে
কও গাথা আমি শুনি
হেরে হেরে হেরে
কবে কে হয়েছে রানী রানী রানী রানী?
হেরে গেছে যে
কবে সে হয়েছে বল মোরে রানী রানী?
যে অবিচার করলো করলো
সেইই বিচার চেয়ে
নেমেছে যখন রাস্তাতে হায়
মন বললো মেয়ে
পাবি না বিচার
পাবি না বিচার
যা যারে ঘুমিয়ে
কামদুনি বা পার্কস্ট্রিটটা
ঘুমিয়ে যেমন যেমন
তুইও ঘুমো, তুইও ঘুমো,
ওদের ওদের মতন।
তুইও ঘুমো, তুইও ঘুমো,
ওদের মতন মতন।
কামদুনি, তুই, কাটোয়া,
আমি নিট নিট নিট নিট
এই সমাজে এই সমাজে
আমারই মিস ফিট
রেপ করে যারা
চুরি করে যে
তারাই সুপার হিট
এই সমাজে, এই সমাজে
শুধু আমারই মিস ফিট
শুধু আমারই মিস ফিট।
আমারও বন্ধু আছে আছে আছে
তোরও বন্ধু ছিল
কোনভাবে আমি বেঁচে গেছি দিদি
তোকে ওরা মেরে দিল
আমাকেও ছুরি মেরেছে মারে
তোকেও মেরেছে যেমন
আমি বেঁচে গেছি
তুই নেই আর
ডুমুর ফুলের মতন,
আমি বেঁচে গেছি
তুই নেই আর
ডুমুর ফুলের মতন।
নামেই শুধু বন্ধু, ওরা
মীরজাফরের দলে
মারলো একটা দল দল দল
আরেকটা দল মিলে
লাশের উপর দাঁড়িয়েরে তোর
সব মধু খেয়ে নিলে
লাশের উপর দাঁড়িয়েরে তোর
সব মধু খেয়ে নিলে
আরেকটা দল মিলে।
ডাক্তারদের ডাকাত বলা
আজ ভাবি বড় ন্যায়
তোর ইস্যুটার ডাকাতি করে
নিজ স্বার্থ হায়
পূরণ করতে উদ্যত ওরা
তাই নবান্নে নয়
কালীঘাটে ওরা, ওরা কালীঘাটে
জল - চা খেতে যায়
নবান্নতে নয়।
আসলে ওরা পিসির দোসর
মাকুর দলের ভিড়
ফুটো বিপ্লবে মাকু পাবেনা
ক্ষমতা, চৌচির
আন্দোলনটা, আন্দোলনটা
থামলো থামলো; স্থির
উৎসবে যোগ দিতে দিতে ওরা
বোধহয় অস্থির
আন্দোলনটা স্থির!
কিন্তু সভ্য থামেনি থামেনা
আমিতো থামার নয়
জ্বললে বসতি, স্থির স্থির স্থির
কেবল তারাই রয়
জ্বালিয়েছে যে বস্তি বসতি
আর যারা ধান্দায়
জ্বললে বসতি স্থির স্থির স্থির
কেবল তারাই রয়
জ্বালিয়েছে যে, বস্তি বসতি
আর যারা ধান্দায়।
ধান্দা মিটেছে প্রতিবাদ - স্টপ
ইস্যু ভাসে বন্যায়
নতুন ইস্যু খবরে এসেছে
ফের কবরে হায়
আরেকটা রেপ আরেকটা রেপ
আমি থামার নয়
তোর এ ভায়ের ক্ষীণ বল বোন
তবুও থামিনি হায়
কামদুনিতেও চলেছে কলম
এথাও থামার নয়
আমি শুধুই লিখতে পারি
লিখি তাই রাস্তায়
এই সময়ের হালখাতা বোন
সয়নারে অন্যায়
যতই বড় হোক শয়তান
মরতে তো তাকে হয়
এও বাঁচার নয়
এও বাঁচার নয়।
সভ্য বলে - অস্পৃশ্য,
কেউ নয়, কেউ নয়,
বদল আনা জীবনের রুল
ক্ষমতায় কেন নয়
বদল আনা জীবনের রুল
ক্ষমতায় কেন নয়।
সেকু - মাকু চাড্ডি চাড্ডি
সব ব্যাটারাই এক
যারা বলে, তাদের বলি
নিজের পিছন দ্যাখ
দ্যাখ ভালো করে দ্যাখ।
তোরা সাধু হলে ওরা সাধু হোত
তোরা ভন্ড, প্রভেদ
খুঁজছিস ভাই লিখছিরে তাই
পাল্টে পাল্টে দেখ
প্রতিবারই আন অন্য কাউকে
ক্ষমতায় আমি চাই
বোঝার আগে ঝাড়ার ধান্দা
বদল আসা চাই
বোঝার আগে ঝাড়ার ধান্দা
বদল আসা চাই।
আগে এটা কর তারপর বল
তখন শুনুম শুনুম -
সব ব্যাটারাই ক্ষমতায় গেলে
চালায় শোষণ জুলুম
যতদিন না করবিনা এটা
তোরাও তাদেরই দলে
যে যেখানে খালি পায় যার
মারে তার বাহু তুলে
তোরাও তাদেরই দলে।
রাজনীতি ভালো যদি নীতিটা
বুঝে বুঝে করা হয়
স্বার্থপরের উপত্যকায়
নীতিটা প্রধান নয়,
রাজনীতি ভালো যদি নীতিটা
বুঝে বুঝে করা হয়
প্রধান হল লুঠ করে খাওয়া
পরের পরের হায়
দখল দারিই আসল আসল
যাক চুলোতে ন্যায়,
দখল দারিই আসল আসল
যাক চুলোতে ন্যায়।
তাই সন্দীপ, সরে গেলেও
হুমকি রবে স্থির
নতুন পক্ষ দখল নেবে
জন্মাবে নব-বীর
হুমকি রাখতে স্থির
জন্মাবে নব-বীর।
খেললো ওরা মনটা নিয়ে
যেমন পিসি খেলে
জনগণকে সঙ্গে নিয়ে
ভিড় বাড়িয়ে দলে
দখল নিলো দখল নিলো
ওরা সবাই মিলে
খেললো ওরা মনটা নিয়ে
যেমন পিসি খেলে।
বিচার চাওয়া মুখোশ মুখোশ
আসল দখলদারি
ও মা! ও মেয়ে! ঘুমো ঘুমো
আনছি কিনে শাড়ি
বাঁধবো ছিঁড়ে আমার চোখে
কিংবা তাদের তাদের,
আশার আলো জ্বলেছিল হায়
চোদ্দো দেখে যাদের
বাঁধবো চোখে তাদের।
সবই আঁধার সবই কালো
আমার পক্ষ আলো
আর জি করটা রাজনৈতিক,
ইস্যু আছে ছিল
পক্ষ এখানে মাকু মূল নয়
পক্ষ আলো, কালো
আর জি করটা রাজনৈতিক
ইস্যু আছে, ছিল! ছিল!
আমরা যারা আলোর দলে
তারাই বদল চায়
চায়না বদল তারা তারা
যারা চায় অন্যায়
থাক বেঁচে থাক থাক বেঁচে থাক
বেঁচে থাক অন্যায়।
ইস্যুটা যদি মাকু সেকুতে
ভিড় বাড়িয়ে দিতো
রাজনৈতিক ইস্যু হোত এটা
পিসিটা অক্কা খেতো
ভিড়ের দখল পিসির বেশি
চাড্ডি দু নম্বরে
লাভ নেই তাই, বলে মাকু ভাই -
রাজনৈতিক নারে
ইস্যুটা ইস্যুটা সামাজিক হায়
প্রাণ খুলে প্রাণ ভরে
ইস্যুটা ইস্যুটা সামাজিক হায়
প্রাণ খুলে প্রাণ ভরে।
এই দ্রোহ হায় এই দ্রোহ হায়
রাজনীতি রংহীন
পিসির হাঁসিতে সুখী সুখী ওরা
পিসিমণি রঙ্গিন
পিসির হাঁসিতে বড় সুখী ওরা
পিসিমণি রঙ্গিন।
তাইতো বলি দল গড় ভাই
বদল করার দল
নীতি শুধুই মেকাপ মুখোশ
দখলই আসল
নীতি শুধুই মেকাপ মুখোশ
দখল নেওয়ার কল।
নীতির মুখে আগুন ছুঁড়ে
বদল চাইরে চাই
আসল নেতা জন্ম নিলে
নীতি মানবো ভাই
নীতির মুখে আগুন ছুঁড়ে
বদল চাইরে চাই
আসল নেতা জন্ম নিলে
নীতি মানবো ভাই
এখন বদল চাই
শুধুই বদল চাই।
####লেখার শীর্ষক কিছুই দেওয়া যেতো। কিন্তু চোদ্দো এই কারণে দেওয়া যে, ধাপ্পাবাজের রাজ্যে কেউ না কেউ প্রতিদিনই নানাভাবে ঠকে। কিন্তু ওই বিশেষ দিনটিতে প্রায় সব বোকারাই (জনতা) একসাথে ঠকেছে। স্বীকার করতে খেদ নেই - আমিও ঠকেছি। তাই চোদ্দো। এটা আমার মত। আপনার মত অন্য কিছু হলে বলবেন, কেমন।