রাম ভক্তির নামে আজি,
যারা কাঁপায় নগর ধাম
রাতের বেলা তারাই হয়তো
পান করে ভাই রাম
রাম ভক্তির নামে আজি,
যারা কাঁপায় নগর ধাম
রাতের বেলা তারাই হয়তো
পান করে ভাই রাম।
রামতো সবার রামে একাকার
এদেশ ওরা বলে
তাই যদি হয় বিরোধ কোথায়
থাকতে সবাই মিলে?
এতো লম্ফ এতো ঝম্প
কোন কারণে বলো?
বলবে নাতো বলছি আমি
শুনতে দু কান খোলো।
আসলে বিরোধ কোথাও কোথাও
নেই নেই নেই জানি
নকল বিরোধ তৈরি করে
চাও খেতে হানি হানি
তাইতো এ বিরোধ বিরোধ
নাটক দেখাও মানি
চাও খেতে ভাই হানি
তাই এ বিরোধ মানি।

রামের প্রতি ভক্তি দেখে
কামও লজ্জা পায়রে ভাই
কামপিপাসু ভন্ড সাধু
যখন জোরে গায়রে ভাই
রাম রাম হায়; রাম রাম হায়
মিছিল চলে যায়রে ভাই;
মিছিল চলে যায়।

সামনে চলে ভন্ড নেতা
পিছনে তার ভন্ড সাধু
সবার পিছে ভিড় চলে হায়
আশায় আশায় পাবে মধু
জানেনা এরা মধু তো দূর
মোমও দেবে না এরা
কাজ যে এদের রামের নামে
দেশটা পুরো লুঠ করা;
কাজ যে এদের রামের নামে
দেশটা পুরো লুঠ করা।

ওহে, রাম ভক্ত হনুমান সব
পড়েছ কী রামায়ণ?
প্রশ্ন করলে উত্তর নয়
বলে জয় শ্রীরাম এখন
জেনে রাখ' ভাই পড়েনি পড়েনি
বাবু করেছে বারণ
পড়লে যে, বুঝে যাবে সব
ভুলে যাবে হায় হিংসার রব
শুদ্ধ হবেরে মন;
এই রাম ভক্ত হনুমান সব
পড়েনি রামায়ণ।

ভিড় বাড়াতে নেমেছে পথে
পথে নেমেছে ব্যবহার হতে
কামাবে ভন্ড সাধু আর নেতা
চড়বে ওরা রথে
এরা কালও ঘুরতো পথে পথে হায়
আজও ঘুরছে পথে
শুধু ব্যবহার হতে।

ভন্ডামি আর রাজনীতি হায়
যখন মিলে যায়
তখন জেনো দেশের মাঝে
নামে অবক্ষয়
দেশটা যখন ক্ষুধার জ্বালায়
জ্বলে জ্বলে হায়
তখন জেনো দেশের শাসক
ধর্ম ভজন গায়
রাম আসলে হাতিয়ার হায়
বিভেদ গড়ার কল
তাই রামবাদী এই কামখোরদের
সবাই মিলে বল
বুঝে গেছি হায়, বুঝে গেছি হায়
মোরা তোদের ছল....
ভাগ - ভাগ - ভাগ; ভাগরে ভন্ড
ইতর...... ইতর...... দল
বুঝে গেছি হায়, বুঝে গেছি হায়
মোরা তোদের ছল;
বুঝে গেছি হায়, বুঝে গেছি হায়
মোরা তোদের ছল।