পথের শিশু পায়নারে ভাত
জঞ্জাল নেয় হাতে
যাদের কারন ঘোরে পথে পথে
তারা রয় মৌতাতে;
পথের শিশু পায়নারে ভাত
জঞ্জাল নেয় হাতে।
রাস্তা দিয়ে যেতে যেতে হায়
নজরে আসে না শিশু
ব্যস্ত ওরা, ভীষণই ব্যস্ত,
মৌতাতে - মৌতাতে;
ব্যস্ত ওরা, ভীষণই ব্যস্ত
মৌতাতে - মৌতাতে।
এই শিশুরাই বড় হলে হায়
ওদের নজর পড়ে,
শিশু কী আর আমার দেশে
সরকারটা গড়ে?
তাই তো! তাই তো! ওদের নজরে
পড়ে না শিশু হায়
নজরে পড়ে তখনই! তখনই!
যখন আঠারো ছোঁয়,
পেরোলে আঠারো, নজর পড়ে,
তার আগে নয়;
পেরোলে আঠারো, নজর পড়ে,
শৈশব পুড়ে যায়;
পথে পড়ে পড়ে, পথে পড়ে পড়ে,
শৈশব পুড়ে যায়;
পথে পড়ে পড়ে, পথে পড়ে পড়ে,
শৈশব পুড়ে যায়।
লজ্জা লাগে! লজ্জা লাগে!
দেখলে দেশের হাল
শয়তান সব দেশটা চালায়
সাধারণ নাজেহাল
আর কতদিন চলবে এসব?
জানিনা, জানিনা, আমি
চাই! চাই! চাই! এই শিশুরাই
বদলাক আগামী,
এটাই চাই আমি।
পথ থেকে উঠে, চড়ুক রথে,
বুঝুক অধিকার
দেশটা এদের, চালাক এরাই
দেশের সরকার;
বুঝুক অধিকার।
এরা যেন আর, না হয় - না হয়
ইতরের হাতিয়ার
পথই এদের দেখাক শেখাক
এদের অধিকার,
পথই এদের দেখাক শেখাক
এদের অধিকার।
দেশটা এদের, এরাই চালাক,
দেশের সরকার,
দেশটা এদের, এরাই চালাক,
দেশের সরকার।
এটাই আমি চাই! চাই! চাই!
ঘটুক একবার
দেশটা এদের, এরাই চালাক,
দেশের সরকার।