রাজনীতি আজ রঙ্গমঞ্চ
নেতা নাটের গুরু।
বিভেদ জালে অন্ধ করে
আসল খেলা শুরু।
শুরু! আসল খেলা শুরু।
ডাকাত আজ সেজে রাজা
গায় ধর্মের গান
পাপীর আজ হয় না সাজা
নিরীহ দেয় প্রাণ;
নিরীহ দেয় জান।
খেলা - মেলা সবই হোলো
রোজগার হল কই?
পাপীগুলো পাল্টাল দল
রোজগার আজ মই;
ক্ষমতা লাভের মই।
চারিদিকে আজ মিথ্যা ভাষণ
সাধু সেজে আজ চলছে শোষণ
দাদা দিদির তুরকি নাচন
নাচছে জনতাও!
তাই আসল বিষয় নির্বাসনে
সর্বনেশের নির্বাচনে
শুধুই খেলে যাও;
খেলছে জনতাও!
খেলা ভালো - মেলাও ভালো
যদি পেটে জোটে ভাত
তবে মিথ্যা খেলায় মন ভুলিয়ে
যদি আসে অজুহাত -
সেটা মোটেই খেলা নয়,
কু - কথার ঝড় উঠিয়ে
অবহেলা বোধহয়;
মোটেই খেলা নয়।
চারিদিকে ফুটছে খই
রোজগার হল কই?
খেলার নামে গুম হয়ে যায়
আসল বিষয়টাই -
রোজগার হল কই?
এ খেলা, খেলা নয়
আসলে ছেলেখেলা
খেলা মেলায় ভুলিয়ে বিষয়
আসলে অবহেলা
এ খেলা খেলা নয়
আসলে অবহেলা।
এই অবেলার নোংরা খেলায়
জীবন পুড়ে ছাই
ভিড়বাবুদের ভিড়ের চাপে,
গুম আসল চিন্তাটাই
জীবন আর জীবিকা যদি
বিপদে পড়ে যায়
হিংস্রতার এই নোংরা খেলায় -
শুধু সভ্যই খাবি খায়;
রোজগার কোথায়?
শুনি, রোজগার কোথায়?