আর কত রক্ত খেলে
তুমি শান্ত হবে?
আর কত জীবন নিলে
তুমি ক্লান্ত হবে?
বল বল আজকে বল
কবে বন্ধ হবে?
হিংসা ছড়িয়ে হিংসা বেচে
ক্ষমতা কেনার প্রয়াস
বল কবে বন্ধ হবে?
খুন হিংসার চাষ।
তার চেয়ে বরং নাও নাও নাও
সবটা লুঠে আজই
নুন ভাতেই বেঁচে রব '
যাও তো দেখি, বাঁচি;
সব লুঠে নাও আজই।
জন্ম নিলে মরতে হবে
সত্য সত্য এটা তবে
প্রকৃতি যদি মারে তাতে
বলার কিছু নাই
ক্ষমতা পেতে মারলে নেতা
মানবো কেন ভাই?
কোন মা বলো জন্ম দেয়
সন্তানকে তার,
ক্ষমতাতে রাখতে নেতায়
হতে ব্যবহার?
তুমি থাকবে আয়েশ করে
খাবে ক্ষমতা পায়েস করে
ওরা খাবে মার!
তার চেয়ে ভালো যাক শুকিয়ে
জঠর বাংলা মা'র।
রক্ত মাখা মাটি মাটি
রক্তে নদী ভাসে
মায়ের জঠর যাক শুকিয়ে
কেউ যেনো না আসে
আর আর আর এই বাংলায়
মরতে মাসে মাসে
কেউ যেনো না আসে।
আবার যেদিন সভ্য হবে
বাংলা আমার হায়
সেদিন থেকে আসুক ওরা
তার আগে নয়।
আবার যেদিন সভ্য হবে
সেদিন সিক্ত হোক
জঠর গুলো জঠর গুলো
চাইনা আর শোক
রক্ত দেখে ক্লান্ত আমি
চাইনা আর শোক;
আর চাইনা শোক।