জীবন থাকলে কষ্ট থাকবে।
কষ্ট নিয়েই মানুষ বাঁচবে।
তবে ভোগের মোহে যে কষ্ট আসে
তা মোটেই কষ্ট নয়;
মোহের বেশে, হিংসা দেশে,
ঈর্ষা মনে হয়।
তা মোটেই কষ্ট নয়।
জোটে না যাদের দু - মুঠো ভাত
তাদের মুখে হাসি;
যারা দুধে-ভাতে চিরকাল থাকে,
তাদের দুঃখ রাশি রাশি!
আসলে এটা দুঃখ নয়,
বিলাসের আশ - লোভ
ভোগের মোহের আগুনে পুড়ে
মনে জমা সব ক্ষোভ।
আশ না মেটার ক্ষোভ।
নিজ অর্জিত ডালভাত ফেলে,
যে অন্য হাঁড়িতে চাঁয়,
সে সুখ, সে পায়না কভুও,
এ সুখও হারায়।
যে সুখের মোহে পাচ্ছো কষ্ট,
তা আসলে মরীচিকা,
যার তরে কর সময় নষ্ট
তা পায়রা নয়; পিপীলিকা।
তা আসলে মরিচিকা।
এই নকল কষ্ট ভোলা ভালো
যদি কষ্ট দেখতে চাও,
তাকাও তুমি আশপাশে হায়
একটিবার তাকাও।
চোখ থাকলে দেখো,
কান থাকলে শোনো,
আসল, কষ্টের হাহাকার।
শুধু তাকাও একটিবার।
কত বঞ্চনা! কত লাঞ্ছনা!
অবিরাম সয়ে - সয়ে,
অকারনে, কত! জনে - জনে
যাচ্ছে ক্ষয়ে - ক্ষয়ে,
তবুও তারা কষ্ট ভুলে
জীবনে এগিয়ে যায়
তোমার কষ্ট এদের থেকে
খুব বড় মনে হয়?
তোমার কষ্ট, বিলাসিতার
বাসনা বোধহয়।
তোমার কষ্ট আসলে বিকার,
আসল কষ্ট নয়;
বিলাসিতার বাসনা! বাসনা!
আসল কষ্ট নয়।
এসব দেখে তোমার বুকে
যেদিন দ্রোহ সঞ্চার হবে,
সেদিন থেকেই বুঝবে বন্ধু,
কষ্টটা কার তবে।
যেদিন থেকে এসব কষ্ট
নিজের বলে ভাববে,
সেদিন তুমি অমানুষ থেকে
আবার মানুষ হবে;
সেদিন তুমি অমানুষ থেকে
আবার মানুষ হবে।
সত্যি - সত্যি মানুষ হবে।