তোমার চোখে ডুবতে, কোনো মাদকতা লাগে না।
নেশায় বুদ হয়ে পড়ে থাকি, নবযৌবন ভেলায়।
কুণ্ডলিনী শক্তি বিকশিত হয়, পদ্ম পাতার আসনে।
তুমি যেন কবির কাব্যটঙ্কার, প্রতিশ্রুতির ভেজা শিউলি।