বুদ্ধিমত্তার অতি বিকাশ কি সভ্যতার খুব জরুরী ছিল!
মাথার ব্যবহারে তো টিকলো না কিছুই,
না সম্পর্ক না সমীকরণ না অনুভবের অতুলনীয় সম্পদ!
অজানা আর আছে কি?
অজানাও যে কত সুন্দর যেমন এক শিশুর।
জানার পৃথিবী কল্পনার মাধুর্য থেকে তো চিরবঞ্চিত।
তবু মানুষের কাছে পৌত্তলিকতাই শুধু দৃশ্যমান হলো।
কি ব্যবহারে কি পৃষ্ঠপোষকতায়, কি একান্ত ইঞ্চির মাপে নিজ পোষণে।
মরীচিকা নিজেই তৃষ্ণার্ত আজ তার মায়ার তরে এক বন্ধনহীন বাঁধনে।
আকাশের চাঁদ ধরা দেয় আর মননে নয়, কেবল স্মার্টফোন ওয়ালপেপারের পিছনে।