চোখের চাওয়া বিদায় নেবে সবার আগে।
শ্রুতি কিন্ত থাকবে জেগে অনেক, অনেকক্ষণ,
অনুভূতির আঙুল ছুঁয়ে স্মৃতিমেদুর মেঘ
এসে ভিজিয়ে দেবে পড়ে থাকা কিছুটা সময়।
তুমি শুধু কথা বোলো সেদিন আমার সাথে।
বাকরুদ্ধ তখন, তাই আশা কোরো না উওরের কোনো আর।
এই রোদ-বৃষ্টি-ভালোবাসা জমা রেখে,
এই খেলাঘর হতে এইবার চলে যাওয়া আমার।
হাতে হাত রেখ,গান আমি শোনাতে পারব তোমায় ঠিক!
তোমার নিঃশ্বাস, তোমার পরশ নিয়ে নিঃশব্দ সুরে।
তোমার আঁচল ঘিরে তখন আনমনে হয়তো ফুটছে হাজার ফুল
এক অন্য ভবিষ্যত ডাকছে তোমায় ইঙ্গিতে, গুঞ্জনে দেখ পৃথিবী মশগুল।