প্রিয় কবিবর, আপনি এখন এক নম্বর!
প্রচারের আলোয় সবাই কে পিছনে ফেলে।
সারা বাংলা আর ওপার বাংলার কবিতার বাজার
আপনার একটুও যায় নি বরং আপনার
ঐ ত্রিশূল ঢাকার জিনিসের মতই আয়তনে বেড়েছে!
মাথার আপনার এমনই 'নান্দনিক' ব্যবহার!
কৃপান-তরোয়াল-ক্রস রা সসম্মানে থাকুক যে যার ধর্মে!
ত্রিশূল নিয়ে চাপ নেবেন না।
ছিঁড়ে যেতে পারে!
নিন্দুকের কথা থাকুক সিন্দুকে।
মাথার ব্যবহারে লেখা 'নাটক' এর যবনিকা পড়ুক
আসুক এবার কবিতা একটা শুধুই হৃদয় থেকে।
না না, প্রেমের পলাতকা ছায়া ফেলে কেন!
আসুক না ধর্মের অনৈতিক দোহাই নিয়েই।
মৌলবাদের বিরুদ্ধে হোক মানবিকতার এফ.আই.আর!
আপনি যে এখন এক নম্বর!
প্রচারের আলোয় তারাপীঠ-জ্ঞানপীঠ স-বা-ই কে পিছনে ফেলে।