একদিন আবিরের সব রঙ চায় ছুঁয়ে যেতে।
হাতে হাত রেখে মন কারো আরো ভেসে যায়।
বসন্তের মতো আয়ু কাল থাকে হৃদয়েতে।
নয়নের জলে একদিন তারা মুছে যায়।
মন ক্যানভাসে আঁকা ছবিগুলো বড় ভুল ছিল,
তাই তুলি হাতে তুলে নিতে বুঝি ভয় হয়!
অনেক কঠিন হিসাবে, সময় বুঝে নিল,
ফেলে আসা পথে স্মৃতি-পুঁতি শুধু মালা রয়।
রঙের খেলায় আজো মেতে থাকি তাই,
রাখি স্বপ্ন জড়িয়ে বুকে - সুখ-বেদনায়।
নীল আকাশের নীচে কত মেলা দেখে যাই,
ঘিরে, ফিরে ফিরে আসে, মন থাকে মন বাসনায়।
জীবন যেমন রঙে ভেসে চলে নদী, দিন তার তরী বেয়ে চলে।
অজানা সুরে বাঁধে বীণা তার, রাত তার সুর গেয়ে চলে।