শুনেছি অনেক গোপন কথা
নাকি মেয়ে রা আজো বলে ফিসফিসিয়ে!
শালিক, লাজুক কান পেতে শোনে
আকাশের চাঁদ ও নাকি যায় শিরশিরিয়ে।
তিতলি একটি এমন মেয়ে
ডাকসাইটে নয়, ডাকাবুকো সে
ফিসফিসানি কখোনো শোনেনি তার কেউ
আপন ঘরের যে হিরোইন সে।
যতই টাটাক লোকেদের চোখ
"বন্ধ সমাজ এ কড়া নাড়া হোক"
এই হল তার মন্ত্র
নারীর অধিকার আছে কি বা নেই
পুরুষ ই কেবল মাথা দেবে সেই - এমনি বিচার যন্ত্র!
মাসিমা বলেন মেয়ে বড় হয়েছে এবার
"আরে বোঝাও ওকে, এবার ও পুরুষের চোখে!"
সোমত্ত মেয়ের পাখনা মেলা কি ভালো?
কবিতা-গান-প্রেম, জি- বাংলাতেই থাকুক,
ঘরের সাজানো কোনের আলো।
নারী দিবসের প্রভাতে হায় কে তুমি নারী
কেন বক্তৃতায় একাকার
কার তরে তুমি অধিকার মাঙো
তোমার ঘরেই, কাঁদছে যে আজ সত্যের অধিকার।