নেই।
নেই, কিছু নেই আর
কোথাও কিছু নেই, কেউ নেই যে :
যার হাতে আর হাত রাখা যায় পরম বিশ্বাসে,
মাথা খাটিয়ে হাসতে হয় না আর লাভের উলঙ্গ হাসি,
এই জীবন কেটে যায় একইরকম।
কেটে যায় রোজকার রোজগারে,
সাথে নিয়ে ব্যাস্ত চলাচল মানুষের, অটোয়, বাসে, সাট্ল্ এ।
দায়ভাগী ক্লান্ত পায়ের আসা যাওয়া সারাদিন!
আর মগজে গজগজে হিসাবের ক্রেডিট একাউন্ট।
"তোমাকে আমি একহাত দেখে নেব",
অথবা তোমার ভার্চুয়াল ভুবনের নিজস্বীতে শুধুই আমি
এই ঔদ্ধত্যের ফাঁসে আজ হাঁসফাঁস এক জটিল জীবন
কাপড়ে মরচে ধরা লোহার দাগের মত -
লেগে আছে এক কোনে,একফালি বিবেকের অবশেষ।
সেই পরিচিত মুখগুলো আজ নেই, অনাবিল হাসি নেই-
রুপ নেই, আলো নেই, প্রেম নেই আর!