যদি একদিন শোনো কথা তোমার,
একদিন যদি শোনো বুকের নিঃশ্বাস নিজ কানে।
ব্যস্ত জীবন ফেলে প্রান্তরের পথে চুপে থেমে,
নিজের খুউব কাছে নিজে ফিরে যাও যদি কোনোদিন -
একা একা, চাপা আঁখিজল নিয়ে অজান্তে সবার!
যদি, সঙ্গী হীন মাতাল হাওয়ার রাতে,
আকাশ ঝুঁকে আসে মনের কাছে,
রুপালী মেঘের ছায়া ফেলে ভালোবাসায় ভেসে -
বকুল বিছানো পথে নির্জন অনুভব নিয়ে প্রাণে।
তবে দেখো আকাশের সব তারারা কথা বলে -
চোখের তারায়, বাঁকা হাসিতে, ইশারায়,
খুব কাছে এসে তোমার!
তবু তুমি জানো,ওরা নেই আর আকাশে কোনোখানে আজ!
জেগে আছে শুধু দখিন-খোলা-জানালা,
আর,তারাদের ছায়াপথ চলা কবেকার অতীত অন্ধকার -
প্রাচীন নক্ষত্রদের মহাকাল-উপকথা হয়ে,
প্রেমের ব্যথা-উজ্বল ইতিহাস নিয়ে মনে।