অনেক ব্যথা সয়ে একদিন মন হয় নদী।
স-ব কান্না এসে মোহনায় মেশে।
ক্লান্ত-পথ-পায়ের ঘরে ফেরা না হয় যদি
শিউলির ঝরা ফুল হয় বুঝি ভোরের ঘাসে।
পৃথিবীর ভাল লাগে তবু স্বপ্ন নিয়ে মশগুল হয়ে থাকা,
চাঁদ নিয়ে ,দিনের শেষে রাতের চাঁদোয়ায়,
অনেক রসে সম্পৃক্ত হলে একদিন জীবন লাগে তারও একা,
তখন মরে যাওয়া নক্ষত্রেরাও কথা বলে ইঙ্গিত-ইশারায়।
সাদা কালো ভেদ আছে তো শুধু তাদের মনে,
হাতে যাদের এখনো সরল সুবোধ বর্ণপরিচয়!
বড়দের মনে কত বর্ণালী ভরা, সবখানে,
মনের ফাঁক দিয়ে আবেগ আসাও, সময়ের অপচয়!
তাই আজ আর নেই মনে কবে একা নদী হয়েছে এই মন,
চায় নির্জন হতে একদিন শেষে,সাগরে যে তার নিমন্ত্রণ।