শেখাও না তুমি চলতে নতুন করে আবার!
শ্যাওলা পুকুর ঘাটে নেমে,যেমন ধরতে আমার হাত।
পথ চলতে পা ব্যথায় যখন, তোমার চওড়া কাঁধ দিত আমায় সাথ।
কাক ভোরে উঠে সেই, মনে আছে বেড়াতে যাওয়ার?
বড় হওয়া পৃথিবীর এতো রূঢ়তা কেন!
কেন মানুষের শুধু চাই-চাই-আরো-চাই?
চিলেকোঠা ছাদ দেখ ছুঁয়েছে বিকেল রোদ, তবুও ওদের এতো খাঁই!
তাড়াতাড়ি কেন বড় হতে হবে হেন।
ভাষায় ফিরব না আমরা কিছুতেই আর -কি আশায়?
কথাতেই লেগে আছে জীবনের প্রত্যাখান, মসৃণ আঘাত।
শব্দ কে টেনে নিয়ে যাক লোভে ওরা,স্বার্থের যত আসবাব-ব্যাঘাত।
আজ চলো, ভোর ভোর বেরিয়ে যাই, ঐ ডাকছে নিরুদ্দেশ -ইশারায়।
***