একদিন সব কথা শেষ হয়।
অসাড় হলুদ হৃদয়ের মাঝে,
ফেলে আসা অভিমান-বিলাসিতার স্মৃতি শুধুই যন্ত্রণা জাগায়।
শব-কঠোর হয়ে যায় ভালোবাসার নরম হাত।
নিজের কাছেই নিজেকে যখন পর মনে হয়,
গভীর রাতের জানালা তখন সঙ্গ দিতে আসে।
মনে করায় দেহে আছি,তাই চেয়ে সেবা,
উষ্ণ তালুর নির্ভরতা, রোগ-বিছানা, আশ্বাস।
দুর আকাশে,তারাদের আকাশ-প্রদীপ জ্বালার ঘুমহীন আড়ম্বরে,
এ এক আশ্চর্য মায়ার মৃত্যু প্রহর গোনা।