ভোলা মন -
মন রে--!
ঐ খোলা পালে লাগল হাওয়া----
দে মনভাসি নাও, উজান বাওয়া---
এ পারে তোর মিটল কড়ি,
এবার নিজের মনে এ গান গাওয়া ----
মন তুই নিজের মনে নিজের তরে-
কেন থাকতে পারিস না রে!
নিজেকে নিজের মতই নিজের করে -
ভালোবাসতে জানিস না রে।
খ্যাপা তুই দেখিস ধুধু।
এই বিদেশে ভ্রমিস শুধু
মন তোর বেড়ায় ঘুরে
জানতে পারিস না রে।
জীবনের এই মেলা তে
কত রঙের, সাধের বেলুন হাতে
ও মন নাগরদোলায় চলছে ঘুরে
থামতে যে চায় না রে।
ভবের ঘরে আখড়া গেড়ে
ক-দিনের এ সংসারে -
নিজেকে উজাড় করে
ভরতে জানিস না রে।
আর না তো হবে যাওয়া
এক জনমের তোমায় চাওয়া।
কেন মনের তারে সময়টা রে
বাঁধতে পারিস না রে।
মনের মানুষ মনের হতে --
ঢাল মন একতারা তে
ও বাউল,ব্যাকুল হয়ে নিজেকেরে
ভুলতে ভুলিস না রে।