আমায় ভুলে যেও যদি পার।
না হয় জেনো আমার চির নমস্কার।
যেদিন ছায়ালীন হয়-
কথা ভাষাহীন সকল বোধ এ জীবনের,
ঠোট ভারী মন, সব অভিমান ভার।
ধুলোর পরে আবারো সেই পিছন ফিরে চাওয়া।
সেই পাতাটির ঝরে যাওয়া,
সাথে কেবল লেগে থাকা একটু কূঁড়ির ছোঁয়া।
এক পলকে ফিরে পাওয়া, আবার চলে যাওয়া।
যেন সবই আছে বিলীন হয়ে,
মাঝে শুধু একটু সুরের তান।
কত যে সেই বলার ছিল সেদিন তোমায় ফাগুন শেষে,
আজ যে বর্ষা এসেছে ভিজিয়ে দিতে,
আম-জামরুল-ফলসার বন,
মল্লার রাগে মনে মনে মোর গেয়ে যেতে কত গান।