ভাতঘুমের এই দুপুর বেলায় বৃষ্টি এলো।
শেডের নীচে চুপটি বসে বেড়াল হুলো।
শিবতলার আড্ডাটা আজ উঠলো আগে,
স্কুল ছুটির ভীজে পোশাকে ঠান্ডা লাগে।
বাসের জানালা বন্ধ করে চলছে সবাই,
সিগন্যালে তে গান ধরেছে পাগলা জগাই।
কিশোর-কিশোরী ভীজছে হেলায় পাড়ায় পাড়ায়।
বর্ষার মৌসুমে মন, নাই যে কোনো ফেরার তাড়ায়।
বাইরে এখন ঝম ঝমাঝম, কেউ বা নিচ্ছে পাওয়ার ন্যাপ
মোবাইল মোবাইল ঘুরছে এখন বর্ষা- ছবির প্রথম স্নাপ্।
কাগজের নৌকা বড় একটা আর পড়েনা চোখেও।
বৃষ্টিতে যখন তখন ভীজে যায় যে বড়লোকেও।