বিশ্বাস মুড়োনোর নোটেগাছ যারা
আজ তারা বলছে :
'আমি কর্মদেব, উচিৎ-অনুচিৎ সরিয়ে আমাকে অন্ধের মত মানো,
তোমার ভোগের চেকবইটার সব পাতার পৃষ্ঠপোষক আমিই।
তোমার স্বপ্নের বিগ্রহ বাস্তবে গড়ে দেব।'
ওদিকে ফেরিওয়ালা প্রেম হেঁকে যায় :
'দোহাই! দোহাই! দোহাই!
তোমায়, সত্যিই বলছি ------
আরেকবার! একটু বিশ্বাস করো আমায়,
এই চাঁদ-তারা ধ্রুব সত্য, যেমন আমি তোমার!
আমি তোমারই ছিলাম-আছি-থাকব!
দেখ বর্ষার ঘন মেঘ রঙ নিয়ে সেজেছি চোখের কাজলে কাজলে আমি আজ,
জানো? শুধু তোমারই জন্য!'
জীবনের সব সম্পর্ক, সব বিশ্বাস-তরলতার শেষে,
উজ্জ্বল চোখের তারা থামে এক বিবর্ণ স্থবিরতায়।
প্রৌঢ় পেঁচার মত জেগে থাকে শুধু,
নিদারুন উপলব্ধির এই একান্ত মৌন অন্ধকার, হীণবল:
এ সংসারে বড় মাথার ব্যবহার!
এ পৃথিবীর বড় ছল।