আমার শেষ পলকের ঘুম নিয়ে তুমি এসেছিলে কাল রাতে!
অবচেতনায় আবছায়া শেষে মিলিয়ে গিয়েছো জানি।
ফেলে আসা যত ভাঙা ভালোবাসা বৃথাই যে ফিরে পেতে,
কালের নিয়মে বিদায় নেওয়ার মত কোনো বাঁধাই না মানি।
জীবন নদে তরণী বেয়ে তবু ফিরে ফিরে তুমি আসো
কিঙ্কীনি মন চঞ্চল হয়ে, বাজে নূপুরের ধ্বনি মনে,
কত হাসি হেসে তুমি কানে কানে বোলে: আমাকেই ভলোবাসো!
আধোচেতনায় ধরা দিয়ে ক্ষণে, সুর তুলে যাও প্রাণে।
"কবিতার হয়ে ঋণী তোমার কাছে আমি"
কোথাও নাই কোনো হেয়ালির প্রয়োজন,
কিবা মোর আছে দেওয়ার তোমায় জানি
সবই ফেলে তাই কবিতায়এই,দুই চরণের আয়োজন :
মিলন মোহনায় নদী শেষ হয়,একা পথ চলা শুধু সাগরের,
আজও কি তাই খেলে মহাকাল দূঃখ-সুখের জোয়ারের!