**************************************************
ভাবছি একদিন বেড়িয়েই পড়ি লোটা কম্বল নিয়ে,
বরফের চাদরে বাঁধিয়ে রাখি তোর হাসির এ্যালবামটিকে,
ফেলে যাই তোর মাড়িয়ে যাওয়া মরা ঘাসগুলিকে,
ছড়িয়ে দিই পাহাড়ের কোলে তোর হাতে মাখা রেণুগুলিকে,
উড়ে যাওয়া চুলের সুবাস পড়ে থাকুক এই বাতাসে।

ভাবছি একদিন বেড়িয়েই পড়ি লোটা কম্বল নিয়ে,
মরুভূমির বালিতে সমাধিস্থ করি বেনামি কবিতাগুলোকে,
স্বপ্নের সময় থাকুক একা দরজা জানালা বন্ধ করে,
নদীতে ভাসিয়ে দিই চোখে চোখে বলা টুকরো শব্দগুলোকে,
নামহীন অসহায় অগ্নিশিখা নিভে যাক বৃষ্টির জলে।

ভাবছি একদিন বেড়িয়েই পড়ি লোটা কম্বল নিয়ে,
মেঘের আড়ালে তৃপ্তিভরে চেয়ে থাকি তোর মুখপানে,
গীটারের তার বাজিয়ে দিক জমে থাকা অব্যক্ত সুরগুলিকে,
বর্ষা হয়ে মুশলধারে ঝরে পড়ি তোর শুকনো ললাটে,
স্মৃতির মিউজিয়ামে পড়ে থাকি প্রেমের জীবাশ্ম হয়ে।

ভাবছি একদিন বেড়িয়েই পড়ি লোটা কম্বল নিয়ে,
শূন্য দৃষ্টিতে নির্জনে বসে থাকি অজানা সমুদ্রতটে,
গভীর অরণ্যের হাতছানিতে হারিয়ে যাই ঘুটঘুটে আঁধারেতে,
লুটিয়ে পড়ি পাহাড়ের শিখরে যন্ত্রণার একরাশ ক্লান্তিতে,
নিছক ধূলিকণার বেশে মিলিয়ে যাই অনন্ত আকাশে।
**************************************************