হতাশার অন্ধকারে ডুবে গেছে অতীত,
সকলের হৃদয়ে নেই ভালোবাসার ছোঁয়া।
কেউ অতীত, কেউ ভীষণ নিদ্রিত,
জীবন যেন এক অচেনা ধাঁধা।
হারিয়ে গেছে সোনালী দিনের স্মৃতি,
নিভে গেছে স্বপ্নের আলো।
অশান্ত মনে জমেছে শুধু ক্লান্তি,
কোথায় পাবো শান্তির ঠিকানা?
তবুও আশা রাখি, নতুন ভোরের আলো,
দূর করবে সব আঁধার।
ভালোবাসার ছোঁয়ায় জাগবে নতুন প্রাণ,
ঘুচবে মনের সব বেদনা।
অতীতের স্মৃতি হোক পথ চলার সাথী,
ভবিষ্যতের দিকে তাকিয়ে চলি।
ঘুমন্ত মনে জাগুক নতুন আশা,
ভালোবাসার আলোয় জীবন গড়ি।।