দুফোঁটা চোখের জলে ধুয়ে গেছে নীলচে দহন
দাবানলের ভিতর থেকে উঠে আমি তোমাকে চেয়েছি ঢের বেশি আপন করে
উপলব্ধিতে ধরেও তুমি আমার হওনি কখনও।
অসংখ্য ভুলের পাহাড় ভেঙে গিয়ে এখন দূরত্বের বৃষ্টি দিয়ে ধুয়ে যায় আমাদের প্রেমের অতীত।