আমার চোখের তারার ভিতর রাত্রি নামে
তোমার নামের যন্ত্রণার।
এক আকাশ কালো মেঘ উড়ে যাওয়া সময়
তোমার হাত থেকে সবেমাত্র ছাড়া পেয়ে
আমার হৃদয়ে বিষণ্ণতার বর্ষন ঝরায়।
এ প্রেম তোমারি উপহার।
কান্না ও যন্ত্রণার।
হৃদয়ের ভিতর কত আক্ষেপ! কত সংশয়!
তবুও বারে বারে দুয়ারে দাঁড়িয়ে আছি তোমার।
শত বাঁধা শত বিপত্তি তবুও তোমার ঘরের কোণ আজো খালি।
তোমার ঘরের সামনে যে গাছটি ফুল ফোটাবে বলে দীর্ঘ রজনী প্রতিক্ষারত
সে গাছে আজো ফুল ফোটে না - অজস্র কারণ অকারণে।
আমি জানি তুমি দীর্ঘ পথ ধরে হেঁটেছো
দুঃখ পেয়েছো কিংবা পাওনি
আমি তার খোঁজ নিতে চাইনি।
তবুও চলার পথে দুঃখ ভালোবাসা থাকবেই।
আমার হাতের রেখায় তুমিহীনা বৃক্ষের শাখা প্রশাখা থেকে শুরু হয় দিন থেকে রাত্রি।
সংকল্প বাস্তুচ্যুত মানুষ চাই না আমাদের ঘর হোক তবুর তোমার মাথার উপর ঘরের যে ছাদ
আমার মাথায় উপর ঘরের সেই একই ছাদ।
তবুও ব্যবধান রক্তের প্রতিটি বিন্দুতে বিন্দুতে মিলেমিশে বিদ্রোহের রেখাপাত ঘটায়।।