তোমার জন্য আমি চেয়েছি অস্তিত্ব
পৃথিবীর পথে পথে শূন্যতার ভিড়ে।
রজনীর নিস্তব্ধতায় আমার বুকে প্রেম জমে নীরব
আলোছায়া অন্ধকার আর প্রশান্তির দীর্ঘশ্বাসে।